সরকারি এক কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে অবাক হয়ে হয়েছেন দুর্নীতি দমনকারী সংস্থা- অ্যান্টি-করাপশন ব্যুরোর সদস্যরা। বাড়ির প্রতিটি ঘরে লক্ষ লক্ষ টাকার নগদ অর্থ, বিভিন্ন ব্র্যান্ডের দামি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাকবুক ও আইপ্যাডের মতো দামি গ্যাজেট ছড়িয়ে ছিটিয়ে ছিল।
চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানায়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, তেলঙ্গানার এক সরকারি কর্মকর্তার বাড়ি থেকে প্রায় ১০০ কোটি রুপির (বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকা) সম্পদ জব্দ করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)।
অভিযুক্ত ওই সরকারি কর্মকর্তার নাম শিবা বালাকৃষ্ণ। তিনি তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটির সেক্রেটারি। এছাড়া হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটির পরিচালকও ছিলেন।
প্রাথমিক তদন্তের পর এসিবি জানিয়েছে, শিবা বালাকৃষ্ণ বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে কাজের পারমিট দিয়েছেন। আর তার বিনিময়েই কোটি কোটি রুপি অর্থ এবং দামি সব উপহার নেন তিনি।
জানা গেছে, হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতে বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতে পারে বলে জানা গেছে। বালাকৃষ্ণের বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তি অর্জনের মামলা দায়ের করা হয়েছে।
এসিবির তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে যে ১০০ কোটি রুপির (বাংলাদেশি টাকায় ১৩২ কোটি টাকা) সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে নগদ ৪০ লাখ রুপি রয়েছে, মিলেছে দুই কেজি সোনার গহনাও। এছাড়াও ৬০টি বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাংক ডিপোজিট ও ফ্ল্যাটের নথিও জব্দ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post