মাস্কাট বিমানবন্দরে ক্রমেই বাড়ছে যাত্রীদের যাতায়াত। গতবারের তুলনায় এবারের ডিসেম্বরে যাত্রীর সংখ্যা ১৯ শতাংশ বেড়েছে। ডিসেম্বরে মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা ১১ লাখ ৯২ হাজার ৮৩২ জন। আগেরবার একই সময়ে যা ছিলো ৯ লাখ ৯৯ হাজার ৯৩৫ জন।
ওমানের সিভিল এভিয়েশন অথরিটির দেয়া পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। একই সময়ের মধ্যে মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বেড়েছে প্রায় ১৫ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বরে বিমান চলাচল করেছে ৯ হাজার ২৩৩ টি, আর ২০২২ সালের ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৮ হাজার ৩৫টি।
সালালাহ বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যাও বেড়েছে ১৬ শতাংশ। আগেরবারের ৯৭ হাজার যাত্রীর বিপরীতে ২০২৩ সালের ডিসেম্বরে ১ লাখ ১২ হাজার ২৬১ জন যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। এখানে বিমান চলাচল বেড়েছে প্রায় ১১ শতাংশ। ডিসেম্বরে ১ হাজার ২০ টি বিমান সালালা দিয়ে চলাচল করেছে।
এদিকে ২০২২ সালের একই সময়ের তুলনায় ২০২৩ সালের ডিসেম্বরে সোহার বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা এক লাফে ৯০ শতাংশ কমেছে। আগেরবারের ৯ হাজার যাত্রীর বিপরীতে এবার এই বিমানবন্দরে যাতায়াত করেছেন কেবল ৯১২ জন যাত্রী। তবে ডুকম বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীর সংখ্যা আগের তুলনায় কিছুটা বেড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post