ওমানে অনৈতিক কাজে লিপ্ত হওয়ায় তিন নারী সহ এক পুরুষকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। ওমানের আল বুরাইমি এলাকায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করে পুলিশ। সোমবার (২৮-সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।
৭০ হাজার ছাড়িয়েছে ওমানের শিক্ষকদের সংখ্যা
চলতি বছর মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ৭০ হাজার ছাড়িয়েছে শিক্ষকদের সংখ্যা। চলতি বছর দেশটিতে মোট শিক্ষকের সংখ্যা ৭১ হাজার ৪৬৯ জন। জন প্রতি শিক্ষকের বিপরীতে ছাত্র সংখ্যা ১২ জন। আজ দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আরো দেখুনঃ ওমানের সাহেদ!
৯ বছর এক শিশুকে সম্মানিত করলো ওমান
নিজ বাড়িতে আগুন লাগলে মাত্র ৯ বছরের একটি শিশু জীবন বাঁচিয়েছেন গোটা পরিবারের সদস্যদের। তার এমন কাজের জন্য পুরস্কৃত করেছে ওমান সরকার। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট ওমান (পিডিও)। ৯ বছর বয়সী শিশু আল মুনসাসিম বিন আহমেদ আল শুকসি। পিডিও জানিয়েছে, ওমানের বাহলা নামক অঞ্চলে একটি বাড়ীতে আগুন লাগলে শিশুটি তা দেখতে পেয়ে নিজের কৌশলে পুরো পরিবারকে সেই আগুণের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে। তার এমন দুঃসাহসিক কাজের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমে তাকে সম্মানিত করেছে পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট ওমান (পিডিও)।
ওমানে ফের ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, নাগরিক এবং প্রবাসীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ
ওমানের বিভিন্ন অঞ্চলে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ওমানের আল হাজর পর্বতমালা ও তৎসংলগ্ন অঞ্চলে উপত্যকায় বৃষ্টি, ভারী বাতাস এবং বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল মঙ্গলবার ও বুধবার আল হাজর পর্বতমালা ও এর আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ঝড়সহ বজ্রপাত ও বন্যার আশংকা রয়েছে। অত্র অঞ্চলের সকল নাগরিক এবং প্রবাসীদের সাবধানে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরো দেখুনঃ ওমান যেতে বিমানের নির্দেশিকা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post