যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইট নিউইয়র্কের পথে উড়াল দেয়ার জন্য প্রস্তুত। সব যাত্রী আসনে নিয়েছে। পাইলটও প্রস্তুতি নিচ্ছেন উড্ডয়নের। এ সময় এক যাত্রী জানালা দিয়ে দেখতে পেলেন যে, এয়ারক্রাফটের ডানায় অনেকগুলো নাট-বল্টু নেই।
পিলে চমকে ওঠে যাত্রীর। দ্রুত তিনি বিষয়টি এয়ার হোস্টেজকে জানান। প্রথমে যাত্রীকে আশ্বস্ত করা হয় সব কিছু ঠিকই আছে। নিরাপত্তাজনিত কোন সমস্যা নেই। কিন্তু এতেও যাত্রী আশ্বস্ত হতে পারছিলেন না। তিনি কিছুতেই ফ্লাইটের যাত্রী হতে চাইছিলেন না। পরে, এয়ার হোস্টেজও একই দৃশ্য দেখতে পান। পাইলটকে বিষয়টি জানাতেই ফ্লাইট বাতিল করা হয়।
ঘটনাটি ১৫ জানুয়ারির হলেও প্রকাশ্যে এসেছে মাত্রই। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পরই খবরটি প্রকাশ্যে এলো। জানা গেছে, যাত্রীর কাছ থেকে ডানার নাট-বল্টু না থাকার বিষয়টি জানার পর ফ্লাইট বাতিল করা হয়।
ভিডিওটিতে দেখা গেছে, ভার্জিন আটাল্টিকের এয়ারবাস উড়ানের ডানার মধ্যে একজন মেকানিক ডানায় নাট-বল্টু লাগিয়ে টাইট দিচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল হবার পরও, ভার্জিন আটলান্টিক কর্তৃপক্ষ বিষয়টি জানায়। ডানার বেশ কয়েকটি নাট-বল্টু হারিয়ে যাওয়ায় সেগুলোকে রিপ্লেস করা হচ্ছিলো।
৪১ বছরের ব্রিটিশ যাত্রী ফিল হার্ড ফ্লাইটের ভেতর থেকে দেখতে পান যে, ডানার বেশ কিছু নাট-বল্টু নেই। কিছুক্ষণ পরে বিষয়টি নিয়ে কেবিন ক্রুদের সতর্ক করে দেন তিনি। হার্ডি বলেন, বিষয়টি তার কাছে শুরুতে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও, তার সফরসঙ্গিনী শোনা মাত্র আতঙ্কিত হয়ে পড়েন।
তিনি জানান, আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম। কিন্ত এয়ারক্রাফট দুর্ঘটনা নিয়ে তার ভয়-আতঙ্ক থাকায় কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিলো না। তখনই ভাবলাম, বিষয়টি ক্রুদের জানানো দরকার। শুনে তারাও প্রথমে পাত্তা দিলো না, উল্টো আমার সঙ্গিনীকে আশ্বস্ত করার চেষ্টা করছিলো।
কিন্তু তারাও যখন বিষয়টি দেখতে পেলো তখন সঙ্গে সঙ্গে ফ্লাইট বাতিল করা হয়। ডাকা হয় কারিগরী দল। তারা এসে অনেক সময় নিয়ে বিমনটির ডানা পরীক্ষা করেন এবং নাট-বল্টু আবারও যথাস্থানে লাগানো হয়। ভার্জিন আটলান্টিক জানিয়েছে, দুই ধাপে পরীক্ষা চালিয়ে এয়ারক্রাফটটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post