করোনাকালীন লকডাউন সময়ে শিশু জন্মগ্রহণের রেকর্ড করেছে ওমান। দেশটিতে চলতি বছরের জুলাই মাসে প্রতি ঘন্টায় ৯ টি শিশু জন্মগ্রহণ করেছে। গত জুলাই মাসে প্রতিদিন ২২০টি করে শিশু জন্মগ্রহণ করেছে। যা ওমানে একমাসে শিশু জন্মগ্রহণে রেকর্ড। ওমানের পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র থেকে এই তথ্য জানিয়েছে আজ।
জাতীয় পরিসংখ্যানের দেওয়া তথ্য অনুসারে, চলতি বছর জুলাইয়ের শেষ নাগাদ ওমানে মোট শিশু জন্মগ্রহণের সংখ্যা ৪৪ হাজার ৪৩৫ জন যাদের মধ্যে ৬ হাজার ৮২৮ জনই জুলাই মাসে জন্মগ্রহণ করেছে। এই শিশুদের মধ্যে ৩ হাজার ১০৫ জন ছেলে ও ৩ হাজার ৯৩ জন মেয়ে। অপরদিকে জুলাই মাসে মোট শিশু জন্মের ৩ হাজার ৮৬৭ জনই প্রবাসী নাগরিকদের।
আরো পড়ুনঃ ওমানে পুনরায় মসজিদ খোলার সিদ্ধান্ত
জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ অবধি ওমানে মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৫৩৯ জন। যা গতবছরের তুলনায় ৬৪.৫ শতাংশ বেশি। গত বছর দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ছিলো ৮ হাজার ৫৮১ জন।
আরো দেখুনঃ ওমান যেতে বিমানের নির্দেশিকা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post