ওমানে করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি হলে নভেম্বরের মাঝামাঝি সকল মসজিদ পুনরায় চালু করার সিধান্ত নিয়েছে দেশটির আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২৮-সেপ্টেম্বর) ওমানের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “নভেম্বরের মাঝামাঝি সতর্কতামূলক পদক্ষেপ অনুযায়ী মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনা স্থান খোলার বিষয়ে মন্ত্রণালয় যথাযথ সিদ্ধান্ত নেবে। তবে দেশটিতে করোনা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকবে তার উপর নির্ভর করবে মসজিদ ও উপাসনালয় খোলার সিদ্ধান্ত।”
আরো পড়ুনঃ পুনরায় ওমান যেতে নির্দেশিকা জারী করলো বিমান
দেশটিতে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অনুসারে করোনা ভাইরাস শুরু হওয়ার পরে বন্ধ করে দেওয়া হয় মসজিদ এবং উপাসনালয়। দেশটির ধর্মীয় উপাসনালয় খোলার ব্যাপারে সেপ্টেম্বর মাসে একটি আলাদা কমিটি গঠন করে সুপ্রিম কমিটি। দেশটির বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওমানের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের আজকের বৈঠকে মসজিদ ও উপাসনালয় খোলার সিদ্ধান্ত নেয়। স্থানীয় ও বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের মাঝামাঝি খুলে দেওয়া হবে সকল মসজিদ ও উপাসনালয়। বিবৃতিতে আরও বলা হয়, “মহামারীর বিস্তার ও জনস্বাস্থ্যের উপর প্রভাব মাথায় রেখেই খোলার সিদ্ধান্ত নিবে মন্ত্রণালয়।
আরো দেখুনঃ ওমান যেতে বিমানের নির্দেশিকা
আরো পড়ুনঃ ওমান থেকে জরিমানা ছাড়াই যে সব প্রবাসী দেশে ফিরতে পারবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post