আগামী পহেলা অক্টোবর থেকে শুধুমাত্র ওমানি নাগরিক এবং রেসিডেন্স কার্ডধারী প্রবাসীরাই ওমানে যেতে পারবেন বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। নিম্নোলিখিত শর্ত পূরণ সাপেক্ষে একজন প্রবাসী পুনরায় ওমান যেতে পারবেন বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১, যাদের ১৮০ দিনের বেশি সময় হয়েছে ওমান ত্যাগের, তাদের জন্য ই ভিসা থাকতে হবে।
২, রয়্যাল ওমান পুলিশ ইমিগ্রেশন থেকে ভিসা নম্বর অথবা এনওসি নিতে হবে। (এই বিষয়ে, যাত্রী তার নিয়োগকর্তা বা স্পন্সর এর সাথে যোগাযোগ করতে পারেন। স্পন্সর / নিয়োগকর্তা যেকোনো সানাদ সার্ভিস সেন্টার থেকে এইসব কাজ করে নিতে পারবে।)
৩, একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা থেকে অন্তত এক মাসের ইনস্যুরেন্স করে নিতে হবে।
৪, ওমানে এসে এয়ারপোর্ট ২৫ রিয়াল ফি দিয়ে পুনরায় কোভিড টেস্ট করাতে হবে। তবে ১৫ বছরের কম বয়সী শিশুদের অব্যাহতি দেওয়া হয়েছে।
৫, দেশ থেকে ওমানে যাওয়ার সময় পিসিআর পরীক্ষার খরচ বাবদ সবার কাছে কমপক্ষে ২৫ রিয়াল রাখতে বলা হয়েছে।
৬, প্রত্যেক যাত্রীর কাছে তারাসুদ+ অ্যাপ ডাউনলোড কৃত একটি স্মার্টফোন থাকতে হবে।
৭, ওমান প্রবেশের ক্ষেত্রে তারাসুদ প্লাস অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
৮, ওমানি সিম কার্ড চালু থাকতে হবে।
আরো পড়ুনঃ ওমান থেকে জরিমানা ছাড়াই যে সব প্রবাসী দেশে ফিরতে পারবে
৯, ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার একটা অঙ্গীকারনামা দিতে হবে। কোয়ারেন্টাইন দায়বদ্ধতার জন্য স্পন্সর অথবা কোম্পানি থেকে আন্ডারটেকিং দিতে হবে। অথবা বাড়িভাড়ার চুক্তি দিতে হবে।
১০, প্রত্যেক যাত্রীর ৬ কপি পিসিআর নেগেটিভ সার্টিফিকেট লাগবে।
১১, বাংলাদেশ সরকার অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে পিসিআর টেস্ট করাতে হবে এবং উক্ত মেডিক্যাল রিপোর্টের ৭২ ঘণ্টা মেয়াদ থাকতে হবে।
তারাসুদ+ অ্যাপ ডাউনলোড লিংক:
https://play.google.com/store/apps/details?id=om.gov.moh.tarassudapplication&hl=en
আরো দেখুনঃ ওমান যেতে বিমানের নির্দেশিকা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post