মহামারী করোনার কারণে চলতি বছরের মার্চ থেকে অবৈধ হয়ে যাওয়া প্রবাসীদের কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে অনুমতি দিলো ওমানের শ্রম মন্ত্রণালয়। যেসব প্রবাসীদের রেসিডেন্স কার্ড (পতাকা) চলতি বছরের মার্চে মেয়াদ শেষ হয়েছে, কিন্তু নানা কারণে তারা আর নবায়ন করতে পারেন নি, শুধুমাত্র তারা স্থায়ীভাবে ওমান ছাড়ার আগে এই জরিমানা থেকে ছাড় পাবেন বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই সুযোগটি সেইসব প্রবাসীরাই পাবেন, যাদের আবাসন কার্ডের মেয়াদ এই বছরের মার্চে শেষ হয়েছে, কাজ থেকে বরখাস্ত হয়েছেন বা যারা এই বছরের ফেব্রুয়ারির আগে বা তার আগে দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু করোনা পরিস্থিতিতে যেতে পারেননি শুধুমাত্র তাদের জন্য সুবিধাটি দিচ্ছে মন্ত্রণালয়।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
করোনা মহামারির কারণে অনেকেই আবাসন কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও দেশ ছেড়ে যেতে পারেননি। তাদের স্থায়ীভাবে দেশ ছেড়ে যাওয়ার জন্য কোনো জরিমানা প্রদান করতে হবে না। আবার অনেকে রয়েল ওমান পুলিশের অন্তর্ভুক্ত পরিষেবাগুলি বন্ধ করার কারণে নিজ দেশে স্থায়ীভাবে ফেরত যেতে পারেননি তারা এই সুযোগটি গ্রহণ করতে পারবেন।
তবে কোনো প্রবাসী অন্যকোনো মামলার জরিমানা থাকলে তা অবশ্যই প্রদান করতে হবে এবং কোনো প্রবাসী আইন লঙ্ঘন করলে তাকে মওকুফ করা যাবে না বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ও সুপ্রিম কমিটির সদস্য ডাঃ আব্দুল্লাহ বিন নাসের আল হাররাসি।
বিস্তারিত দেখুন আজকের বুলেটিনেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post