মো. সুজন হাওলাদার নামের এক যুবক ইতালি যেতে লিবিয়া প্রবাসী মো. এনামুলের সঙ্গে চুক্তি করেন। চুক্তির মূল্য ছিল তেরো লাখ টাকা। প্রথম দফায় সুজন এনামুলকে ১০ লাখ টাকা দেন। চুক্তি অনুযায়ী, ইতালি যাওয়ার পরে বাকি তিন লাখ টাকা দেবেন।
এখন ইতালি যাওয়া তো দূরের কথা লিবিয়ায় কারাবন্দি অবস্থায় মানবেতর জীবন পার করছেন সুজন হাওলাদার নামের এক যুবক। জানা গেছে ইতালি নিয়ে যাওয়ার কথা থাকলেও দালালচক্র তাকে ইতালি না পাঠিয়ে লিবিয়ার একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের ১০ জুলাই সুজনকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে ২০ অক্টোবর লিবিয়ার একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। পরে সুজনকে জীবিত ফিরে পেতে আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দালাল চক্র।
এ বিষয়ে সুজনের শ্বশুর এমদাদ হোসেন পেদা বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ডেমরা থানায় অভিযুক্ত ৫ জন মানব পাচারকারীসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- মাদারীপুরের কালকিনি থানার উত্তর উড়ার চর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে মো. এনামুল (৩২), একই জেলার সরদার আল মুবিন (৩০), ডাচ বাংলা ব্যাংক লি. এজেন্ট শাখার স্বত্বাধিকারী লিপি, বিকাশ নম্বরের স্বত্বাধিকারী ও মেসার্স কাপাসিয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী হাফেজ আব্দুল মোক্তার মোল্লা।
সুজন হাওলাদারের শ্বশুর বলেন, আমার মেয়ের জামাতা মো. সুজন হাওলাদারকে ইতালি নিয়ে যাওয়ার কথা। তাদের সাথে আমরা সেভাবেই লেনদেন করেছি। পরে গত বছর ২০ অক্টোবর দুবাইগামী একটি বিমানে করে তাকে ইতালির উদ্দেশে পাঠানো হয়। কিন্তু পরে জানা যায়, সুজন ইতালি যায়নি। পরে গত বছরের ৭ সেপ্টেম্বর আমার ইমো নাম্বারে ভিডিও কল করে দালাল চক্রের সরদার আল মুমিন।
এ সময় সে জানায়, লিবিয়ায় সুমনকে আটকে রাখা হয়েছে। তাকে জীবিত পেতে হলে আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দিতে হবে, না হলে তারা সুমনকে মেরে ফেলবে। এ সময় তারা আমার মেয়ের জামাতাকে বিভিন্নভাবে নির্যাতনের ভিডিও সরাসরি দেখানো হয়। সুজনকে ফিরে পেতে তার পরিবারের লোকজন ওই দালাল চক্রকে আরও ১১ লাখ ৬০ হাজার টাকা ব্যাংক ও বিকাশের মাধ্যমে পাঠালেও লিবিয়ার ওই চক্র থেকে তাকে মুক্ত করা যায়নি।
তিনি জানান, মোট ২১ লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও আমার মেয়ের জামাতাকে আজ পর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, একই এলাকার বাসিন্দা লিবিয়া প্রবাসী মো. এনামুলের সঙ্গে ইতালি যাওয়ার চুক্তি করেন ভুক্তভোগী সুজন। পরে তারা সুজনকে লিবিয়ার মাফিয়া মানবপাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post