ওমানে আগত সকল প্রবাসীদের নিজ দেশ থেকে করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে এরপর ওমানে আসতে হবে বলে জানালো দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। রবিবার ওমানের বিমানবন্দরে কঠোর সুরক্ষা নির্দেশিকা জারি করে এই ঘোষণা দেয়। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে ওমানে আগত সকল প্রবাসীদের নিজ নিজ দেশথেকে কোভিড পরীক্ষা করে ওমানে আসতে হবে এবং ওমানে এসে এয়ারপোর্টে পুনরায় টেস্ট করাতে হবে। এতে অতিরিক্ত ২৫ রিয়াল ফি নির্ধারণ করেছে ওমান সরকার।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওমান আগত সকল ব্যক্তিকে তার নিজ দেশ থেকে একটি পিসিআর পরীক্ষা সম্পন্ন করতে হবে, এবং ওমানে পৌঁছনোর পরে অবশ্যই ২৫ ওমানি রিয়াল দিয়ে এয়ারপোর্ট থেকে আরেকটি পিসিআর পরীক্ষা করাতে হবে। যে সমস্ত লোক ওমানে এক সপ্তাহ অবস্থান করবে, তাদের তারাসুদ প্লাস করোনা মনিটরিং অ্যাপটিতে অবশ্যই নিবন্ধন করতে হবে। তবে যারা আরও দীর্ঘ অবস্থান করবে তাদের অবশ্যই পর্যবেক্ষণের জন্য ব্রেসলেট ব্যবহার করতে হবে এবং ১৪ দিনেরে হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে। তবে ১৫ বছরের কম বয়সী শিশু ও এয়ার ক্রুদের করোনার পিসিআর পরীক্ষা করার প্রয়োজন নেই তবে তাদের কোয়ারেন্টান মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে গাইডলাইনে।
আরো পড়ুনঃ শুধুমাত্র বৈধ ভিসাধারীরাই পাচ্ছেন ওমানে আসার সুযোগ
ওমানের বিমানবন্দরগুলি পুনরায় চালু করার আগে দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ করোনা বিস্তার রোধ করতে ওমানে আগত ও যাত্রীদের জন্য বেশ কঠোর নিয়ম জারি করেছে। নতুন গাইডলাইন অনুযায়ী যাত্রীদের বিমানবন্দরে এবং বিমানে উঠার সকল পদ্ধতি জানানো হয়েছে। যাত্রীদের উক্ত সকল পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে। পুনরায় খোলার প্রস্তুতির অংশ হিসাবে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর দেশের স্থানীয় ও বিদেশিদের জন্য এই নির্দেশিকা তৈরি করেছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ওমান থেকে ছেড়ে আসা যাত্রীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে হবে এবং গন্তব্য দেশের পরীক্ষা ও পদ্ধতিগুলির মধ্য দিয়ে যেতে হবে। বিমানবন্দরে আসার পূর্বে অনলাইন চেক-ইন করারও পরামর্শ দেওয়া হয়েছে। সেইসাথে সকল ব্যবহৃত ফেস মাস্ক ও গ্লোভগুলি নির্ধারিত বর্জ্য বাক্সগুলিতে ফেলতে হবে। যখটা সম্ভব অনলাইনে অর্থ প্রদান ও সেলফ পরিষেবা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
যাত্রীদের অবশ্যই যাত্রার তিন থেকে চার ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে। ভ্রমণকারীরা সুরক্ষা পয়েন্টে এবং বিমানের ভিড় এড়াতে তাদের সাথে কেবল একটি হ্যান্ডব্যাগ ও শুল্কমুক্ত অতিরিক্ত একটি ব্যাগ নিয়ে যেতে পারবে। সকল ভ্রমণকারীদের করোনার কোনো লক্ষণ নেই এমন একটি স্বাস্থ্য সংক্রান্ত ফর্ম পূরণ করতে হবে। কোনো ব্যক্তি এই ফর্ম পূরণ না করলে তাকে বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবেনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকল যাত্রী বিমানবন্দরে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দূরত্ব ও বিমানবন্দরের নির্দেশাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করতে তাদের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে কেবল প্রবেশের অনুমতি মিলবে।
উল্লেখ্যঃ পূর্বের ঘোষণা অনুযায়ী পহেলা অক্টোবর থেকে পুনরায় ওমান যেতে শুধুমাত্র মাস্কাট এয়ারপোর্টে পিসিআর টেস্টের কথা উল্লেখ করা হলেও আজ নতুন আরেক ঘোষণায় বলা হয়েছে দুই দেশেরই করোনা পরীক্ষা লাগবে ওমান যেতে।
বিস্তারিত দেখুন আজকের বুলেটিনেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post