বাংলাদেশসহ বেশ কিছু দেশের গৃহকর্মীদের বেতন কমিয়ে দিয়ে সর্বনিম্ন বেতন নির্ধারণ করেছে সৌদি আরব। এর মধ্যে বাংলাদেশি গৃহকর্মীদের বেতন কমানো হয়েছে শতকরা ৯.৬ ভাগ। এছাড়াও তালিকায় কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ আরও কিছু দেশ আছে। অনলাইন দ্য ইস্ট আফ্রিকান বলছে, সবচেয়ে বেশি বেতন কমানো হয়েছে কেনিয়ার গৃহকর্মীদের। তারাই সৌদি আরবে সবচেয়ে বেশি বেতন পান। সেই বেতন শতকরা ১৭.২ ভাগ অর্থাৎ মাসে প্রায় ৫০০ ডলার কমিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ৬টি দেশের গৃহকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পেতেন কেনিয়ান বংশোদ্ভূত বা কেনিয়ান গৃহকর্মীরা। তারা বার্ষিক ১০,৬৭০ রিয়াল বা ২৯০০ ডলার আয় করতেন। তা এখন কমিয়ে করা হয়েছে ৯০০০ রিয়াল বা ২৪০০ ডলার।
তালিকায় থাকা এসব দেশের মধ্যে দুই অংকের শতকরা হার কমানো হয়েছে শুধু আফ্রিকান দেশগুলোর জন্য। ইথিওপিয়ার জন্য কর্তন করা হয়েছে শতকরা ১৪.৫ ভাগ। আগে তারা বার্ষিক ৬৯০০ রিয়াল বা ১৮৩৯ ডলার বেতন পেতেন। এখন তা কমিয়ে করা হয়েছে ৫৯০০ রিয়াল বা ১৫৭৩ ডলার।
অন্যদিকে উগান্ডার গৃহকর্মীদের বেতন কমানো হয়েছে শতকরা ১২.৬ ভাগ। আগে তারা পেতেন ৯৫০০ রিয়াল বা ২৫৩৩ ডলার। তা কমিয়ে এখন করা হয়েছে ৮৩০০ রিয়াল বা ২২১৩ ডলার। ফিলিপাইনের গৃহকর্মীদের বেতন কর্তন করা হয়েছে শতকরা ৭.৫ ভাগ এবং শ্রীলঙ্কার শতকরা ৮ ভাগ বেতন কমানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post