আগামী পহেলা অক্টোবর থেকে পুনরায় ওমান যেতে করোনা রিপোর্টের প্রয়োজন নেই। যেকোনো প্রবাসী চাইলেই ওমান যেতে পারবেন। ওমান যেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মোফা) এপ্রুভালের ও প্রয়োজন নেই বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম কমিটি। সম্প্রতি ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি বলেন, ওমানে আসতে কোভিড পরীক্ষার প্রয়োজন নেই, মাস্কাট এয়ারপোর্টে পরীক্ষা করা বাধ্যতামূলক এবং এজন্য বিমানবন্দরে ২৫ ওমানি রিয়াল চার্জ দিতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই পরীক্ষা করা হবে। শুধু বিমানের ক্রু এবং ১৫ বছর বা তার কম বয়সের শিশুদের জন্য পিসিআর পরীক্ষা থেকে ছাড় দেওয়া হয়েছে।”
মন্ত্রী বলেন, ‘১ অক্টোবর থেকে ওমানে আগত সকল প্রবাসীদের অবশ্যই কমপক্ষে ৩০ দিনের জন্য একটি বৈধ আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা কভারেজ গ্রহণ করতে হবে। যদি কোনও লক্ষণ দেখা দেয় তবে এই বীমা ওমানে তাদের কোভিড-১৯ চিকিৎসার ব্যয়ভার বহন করবে’। তিনি আরো বলেন, ‘ওমানে আগত সবাইকে এক থেকে সাত দিনের জন্য তারাসুদ প্লাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে, যারা আট দিন বা তার বেশি দিনের জন্য ওমানে অবস্থান করবেন তাদের ‘‘তারাসুদ প্লাস ব্রেসলেট’’ অবশ্যই পরতে হবে এবং ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে’।
আরো পড়ুনঃ ওমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে পুলিশ
ওমান সুপ্রিম কমিটির ঘোষণা অনুযায়ী আগামী পহেলা অক্টোবর থেকে ওমান যেতে করোনা টেস্টের প্রয়োজন নেই। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অথবা ঢাকা এয়ারপোর্টের কোনো ইস্যু আছে কিনা এ বিষয়ে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন, বাংলাদেশ থেকে ওমান আসতে যাত্রীদের করোনা রিপোর্ট থাকতে হবে এমন কোনো নিয়ম বিমানের নেই। ঢাকা এয়ারপোর্টে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমাদের ও কোনো সমস্যা নাই।
এ ব্যাপারে ঢাকা এয়ারপোর্টের সিভিল এভিয়েশন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা প্রবাস টাইমকে জানিয়েছেন, বাংলাদেশ থেকে যেতে কোভিড টেস্টের প্রয়োজন নেই প্রবাসীদের। তবে যদি কোনো দেশ কোভিড টেস্ট ব্যতীত তাদের দেশে প্রবাসীদের এন্ট্রি না দেয়, তাহলে অবশ্যই কোভিড টেস্ট লাগবে। মূলত এটি নির্ভর করছে সম্পূর্ণই ওইসব দেশের উপর, যেসব দেশে আমাদের প্রবাসীরা যাবেন। যদি কোনো দেশের আপত্তি না থাকে, তাহলে ঢাকা এয়ারপোর্টে কোনো সমস্যা নাই।
অর্থাৎ আগামী পহেলা অক্টোবর থেকে ওমান প্রবাসীদের পুনরায় ওমান যেতে দেশ থেকে কোভিড টেস্টের প্রয়োজন নেই। শুধুমাত্র নিজের মোবাইলে তারাসুদ অ্যাপ ডাউনলোড থাকলে, ইনস্যুরেন্স থাকলে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকলেই চলবে। এদিকে ওমানে করোনাভাইরাস পরিস্থিতিতে নিজ দেশ আটকেপড়া প্রবাসীদের ফিরে আসার মূল্যায়নের আগে নতুন পর্যটন ও কাজের ভিসা (আকামা) দেওয়ার পরিকল্পনা সরকারের এমন কথা সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার সাইদ বিন হামুদ আল মাওয়ালি।
আরো দেখুনঃ ওমানের আজকের গুরুত্বপূর্ণ সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post