প্রতিটি সেতুর নির্মাণ ব্যয় মাত্র ২ লাখ টাকা। এমন ৩৩টি সেতু নির্মাণ করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন মাদারীপুর সদর উপজেলা চেয়াম্যান। সুযোগ পেলে কোথাও সাঁকো রাখবেন না বলেও জানান তিনি।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খানের কাছে বাঁশের সাঁকো বা কাঠের পুল নির্মাণের জন্য টিআর বরাদ্দ চেয়ে অনেকে আবেদন করেন। এই পদ্ধতিতে বরাদ্দ দিলে কোনো দিনই মানুষের দুর্ভোগ কমবে না বলে মনে করেন চেয়ারম্যান ওবাইদুর। এ ছাড়া এই টাকার সঠিক ব্যবহারও অনেক ক্ষেত্রে হয় না। তাই চেয়ারম্যান সেতুগুলো নির্মাণের পরিকল্পনা করেন। অল্পদিনেই সুনাম কুড়ায় সেতুগুলো।
২০২০-২১ অর্থবছরে পরীক্ষামূলকভাবে একটি সেতু নির্মাণ করেন চেয়ারম্যান, যার খরচ হয় ১ লাখ ৮৫ হাজার টাকা। ঘটমাঝি ইউনিয়নের গগনপুরে প্রথমে এই সেতু নির্মাণ হয়। এর পর দুধখালী, কুনিয়া, ধুরাইল ও পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন জায়গায় ৩৩টি সেতু তৈরি করা হয়। ২০২০-২১, ২১-২২ ও ২২-২৩ অর্থবছরে টিআর ও বিভিন্ন উন্নয়ন খাত থেকে সেতুগুলো করা হয়। স্বল্প ব্যয়ের সেতুগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফলে প্রশংসা কুড়িয়েছেন চেয়ারম্যান।
কুনিয়া ইউনিয়নের মনিরুজ্জামান নান্নু বেপারী বলেন, সেতুর অভাবে অনেক কষ্ট করতে হয়েছে। ছোট হলেও যে সেতুটি করা হয়েছে তাতে তারা খুশি। এখন আর মালপত্র নিয়ে আসা-যাওয়ায় কোনো কষ্ট হয় না।
দুধখালী ইউনিয়নের ছরোয়ার খাঁ বলেন, বছর বছর বাঁশের সাঁকো দিতে হতো। এখন সেতু পেয়ে স্থায়ী সমাধান হয়েছে। বাচ্চাদের স্কুলে যাওয়া-আসা নিয়েও চিন্তা করতে হয় না। এর জন্য উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানান তিনি।
ধুরাইল এলাকার দানিয়েল হোসেন বলেন, এত অল্প টাকায় এত সুন্দর সেতু কল্পনা করা যায় না। ব্যতিক্রমী চিন্তার ফলে এটি যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান বলেন, ২ লাখ টাকার সেতু এখন বেশ জনপ্রিয়। অনেকে এখন বড় সেতু চায় না, এরকম ছোট সেতু চায়, যাতে সেতু পেতে দেরি না হয়। সুযোগ পেলে কোথাও বাঁশের সাঁকো রাখবেন না বলেও জানান তিনি।
মাদারীপুরের জেলা প্রশাসক মারুফুর রশীদ খান বলেন, এই সেতুগুলো মাদারীপুরের যোগাযোগ ব্যবস্থাকে অনেক এগিয়ে নিয়েছে। যে সব এলাকায় সাঁকো আছে, সেখানেও এই সেতু করে দেওয়ার কথা বলেন তিনি। এ পদ্ধতিকে তিনি সাধুবাদ জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post