১৪৪৫ হিজরির পবিত্র হজ মৌসুমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সম্প্রতি জেদ্দায় অনুষ্ঠিত হজ ও ওমরাহ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। আগামী ১লা মার্চ হজের ভিসা ইস্যু শুরু হয়ে চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। এরপর ৯ মে থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে।
এদিকে গত ১৮ জানুয়ারি বাংলাদেশ থেকে হজ নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। ওইদিন ৫৮ শতাংশ বা অর্ধেকের বেশি কোটা খালি রেখে হজ নিবন্ধন কার্যক্রম শেষ করার কথা জানায় মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের সময় আরও বাড়ানো যেতো কিন্তু সংখ্যা জানাতে দেরি হলে মিনায় তাঁবু অনেক দূরে নিতে হবে। এ কারণে নিবন্ধনের সময় আর বাড়ানো সম্ভব হয়নি।
পবিত্র হজ পালনে গত ১৫ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন। যার শেষ সময় ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। তবে কোটা পূর্ণ না হওয়ায় প্রথম দফায় ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বেঁধে দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে এতেও কোটা পূর্ণ না হওয়ায় আরেক দফায় সময় বাড়ানো হয়। যা শেষ হয় বৃহস্পতিবার। এরমধ্যে হজের নিবন্ধন করেছেন ৫৩ হাজার ১১৫ জন।
এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৮০২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৩১৩ জন নিবন্ধন করেছেন। তবে হজ চুক্তি অনুযায়ী, এখনো ৭৪ হাজার ৮৩টি কোটা ফাঁকা রয়েছে। ফলে মোট কোটার ৫৮ শতাংশ খালি রেখেই শেষ হয়েছে হজ নিবন্ধন কার্যক্রম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post