বিশ্বেজুড়ে ১৮০টি মুদ্রাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। তবে জনপ্রিয়তা ও ব্যবহারের ব্যাপকতার পার্থক্যের কারণে সব মুদ্রার মান বা শক্তি সমান হয় না। পণ্য, সেবা বা অন্যান্য মুদ্রা বিনিময়ের সময় ক্রয় ক্ষমতার ওপর নির্ভর করে একটি দেশের মুদ্রার মান বা শক্তি পরিবর্তিত হয়।
২০২৪ সালের শুরুতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ১০টি মুদ্রার নাম সম্প্রতি প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া।
এতে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কুয়েতি দিনার।
১. কুয়েতি দিনার
বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি বা শক্তিশালী মুদ্রা হলো কুয়েতি দিনার। ১৯৬০ সালে চালু হওয়া মুদ্রাটি বহু বছর ধরেই বিশ্বের সবচেয়ে মূল্যবান মুদ্রার স্বীকৃতি পেয়ে আসছে। তেলের বিশাল মজুত ও করমুক্ত ব্যবস্থার হাত ধরে কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা দেশটির মুদ্রার উচ্চ চাহিদা ধরে রেখেছে। বর্তমানে এক কুয়েতি দিনার সমান ৩ দশমিক ২৫ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫৬ টাকা)।
২. বাহরাইনি দিনার
আরব উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনের মুদ্রা হচ্ছে দিনার। তেল রপ্তানির ওপর নির্ভরশীল দেশটির অর্থনীতি বেশ শক্তিশালী। রয়েছে বিশাল প্রবাসী সম্প্রদায়ও। এসব কারণে আকাশচুম্বি জনপ্রিয়তা নিয়ে বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রার স্বীকৃতি পেয়েছে বাহরাইনি দিনার। বর্তমানে এক বাহরাইনি দিনার সমান ২ দশমিক ৬৫ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ টাকা)।
৩. ওমানি রিয়াল
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ আরেক দেশ ওমানের মুদ্রার নাম রিয়াল। এটি বিশ্বের তৃতীয় শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক ওমানি রিয়াল সমান ২ দশমিক ৬০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৫ টাকা)।
৪. জর্ডানিয়ান দিনার
জর্ডানের মুদ্রার নামও দিনার। স্থির বিনিময় হার এবং দেশটির বৈচিত্র্যময় অর্থনীতির জেরে জর্ডানিয়ান দিনারের দাম সবসময়ই চড়া। এটি বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক জর্ডানিয়ান দিনার সমান ১ দশমিক ৪১ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৪ টাকা)।
৫. ব্রিটিশ পাউন্ড
ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের পাশাপাপশি অন্যান্য দেশ এবং অঞ্চলগুলোতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর ফলে সেটি হয়ে উঠেছে বিশ্বের পঞ্চম শক্তিশালী মুদ্রা। বর্তমানে এক ব্রিটিশ পাউন্ড সমান ১ দশমিক ২৭ মার্কিন ডলার যা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৯ টাকা)।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post