কোনো ধরনের বাধা ছাড়াই আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন প্রবাসীরা, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
করোনার কারণে দীর্ঘদিন ধরে দেশে আটকে থাকা প্রবাসীরা কোনো ধরনের বাধা ছাড়াই আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানের আমাদের যাঁরা এখানে আটকা পড়েছেন, তাঁরা নিশ্চিন্তে যেতে পারবেন। ওমান সরকার আমাদের জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে পড়েছেন, যাঁরা ওমানে যেতে চান, তাঁরা কোনো বাধা ছাড়াই যেতে পারবেন। আগামী ১ অক্টোবর থেকেই যেতে পারবেন।’
আরো পড়ুনঃ ওমান যেতে পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই
তবে ওমান যেতে হলে বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড–১৯ পিসিআর টেস্ট ও ওমানে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, ‘যেকোনো এয়ারলাইনস, যেটাই ওমানে যায়, সেটা দিয়েই (প্রবাসীরা) যেতে পারবেন।’
এদিকে আগামী পহেলা অক্টোবর থেকে শুধুমাত্র বৈধ ভিসাধারীরাই পাচ্ছেন ওমানে আসার সুযোগ, আপাতত ভ্রমণকারীরা ওমান প্রবেশের সুযোগ পাচ্ছেন না বলে জানালেন ওমানের পরিবহণ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইদ আল মাওয়ালি।
আরো পড়ুনঃ শুধুমাত্র বৈধ ভিসাধারীরাই পাচ্ছেন ওমানে আসার সুযোগ
আগামী অক্টোবর থেকে বৈধ ভিসাধারী বাসিন্দারা দেশে প্রবেশের অনুমতি পাবেন। তবে ভ্রমণকারী বা নতুন কর্মীদের জন্য কোনও ভিসা দেওয়া হবে না। সুপ্রিম কমিটির এক বৈঠকে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, আপাতত বৈধ ভিসা প্রাপ্ত প্রবাসীদের জন্য এই দরজাটি উন্মুক্ত করা হচ্ছে। তারপরে ভ্রমণকারী বা নতুন কর্মীদের জন্য ওমানের দোয়ার খোলা সম্ভব কিনা তা মূল্যায়ন করা হবে। তিনি আরো বলেন, ওমানে আগত সকলের স্বাস্থ্য বীমাসহ অন্তত এক মাসের জন্য চিকিৎসার ব্যয় বহন করতে হবে।
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের দারুণ সুখবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post