পুনরায় ওমান যেতে প্রবাসীদের পিসিআর পরিক্ষার প্রয়োজন নেই বলে জানালেন দেশটির সুপ্রিম কমিটির সদস্য ডা. সাইফ আল আব্রি। শুক্রবার তার বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে দেশটির একাধিক জাতীয় গণমাধ্যম। আব্রি বলেন, ওমানে ভ্রমণকারীদের পিসিআর পরীক্ষা দিয়ে আসার প্রয়োজন নেই। বরং ওমানে আসার পরে যাত্রীর জন্য পরীক্ষাটি সরবরাহ করা হবে। স্থল বা বিমানের মাধ্যমে ওমানে আগত সকলকে তারসুদ প্লাসে নিবন্ধন করতে হবে। যে ব্যক্তিরা সাত দিনের বেশি সময় ধরে ওমানে থাকবেন তাদের কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ ওমানে আউটপাশের পূর্বাভাস
ওমানে আগত সকল ব্যক্তিকে করোনার পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করাতে হবে। আর এই পরিষেবার জন্য ব্যয় করতে হবে ২৫ ওমানি রিয়াল। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ আরো জানান, করোনাভাইরাস ট্র্যাভেল গাইড অনুসারে কেবল ওমানি নাগরিক ও বৈধ রেসিডেন্স প্রাপ্ত নাগরিকদের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমোদনের ছাড়া ওমানে প্রবেশ করতে পারবে। করোনাভাইরাস ট্র্যাভেল গাইডে আরো জানানো হয় যে, ওমানে আগত সকল ব্যক্তি ওমানে পৌঁছনোর আগেই তারা-সুদ প্লাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এবং তাদের ওমানে এসে করোনার পিসিআর পরিক্ষা করতে হবে। যার জন্য তাদের ২৫ ওমানি রিয়াল ব্যয় করতে হবে।
আরো পড়ুনঃ শুধুমাত্র বৈধ ভিসাধারীরাই পাচ্ছেন ওমানে আসার সুযোগ
এক থেকে সাত দিনের জন্য যারা ওমানে আসবেন তাদের তারাসুদ প্লাস অ্যাপ্লিকেশনটিতে নিবন্ধন করতে হবে। তবে আট দিনের বা তার বেশি সময় ধরে ওমানে থাকলে তাকে তারাসুদ প্লাস ব্রেসলেট পরিধান করতে হবে এবং বাধ্যতামূলক ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন পালন করতে হবে। ট্রাভেল গাইড অনুযায়ী,বিমানের ক্রু ও ১৫ বছর বা তার কম বয়সের বাচ্চাদের করোনার সিপিআর পরীক্ষা ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের দারুণ সুখবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post