আগামী পহেলা অক্টোবর থেকে শুধুমাত্র বৈধ ভিসাধারীরা পাচ্ছেন ওমানে আসার সুযোগ, আপাতত ভ্রমণকারীরা ওমান প্রবেশের সুযোগ পাচ্ছেন না বলে জানালেন ওমানের পরিবহণ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইদ আল মাওয়ালি।
আগামী অক্টোবর থেকে বৈধ ভিসাধারী বাসিন্দারা দেশে প্রবেশের অনুমতি পাবেন। তবে ভ্রমণকারী বা নতুন কর্মীদের জন্য কোনও ভিসা দেওয়া হবে না। সুপ্রিম কমিটির এক বৈঠকে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, আপাতত বৈধ ভিসা প্রাপ্ত প্রবাসীদের জন্য এই দরজাটি উন্মুক্ত করা হচ্ছে। তারপরে ভ্রমণকারী বা নতুন কর্মীদের জন্য ওমানের দোয়ার খোলা সম্ভব কিনা তা মূল্যায়ন করা হবে। তিনি আরো বলেন, ওমানে আগত সকলের স্বাস্থ্য বীমাসহ অন্তত এক মাসের জন্য চিকিৎসার ব্যয় বহন করতে হবে।
আরো পড়ুনঃ ওমানে আউটপাশের পূর্বাভাস
এদিকে, ডা. সাইফ আল আব্রি বলেন, ওমানে ভ্রমণকারীদের পিসিআর পরীক্ষা দিয়ে আসার প্রয়োজন নেই। বরং ওমানে আসার পরে যাত্রীর জন্য পরীক্ষাটি সরবরাহ করা হবে। স্থল বা বিমানের মাধ্যমে ওমানে আগত সকলকে তারসুদ প্লাসে নিবন্ধন করতে হবে। যে ব্যক্তিরা সাত দিনের বেশি সময় ধরে ওমানে থাকবেন তাদের কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের বিরাট সুখবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post