ওমানের বেসরকারি সেক্টরে কর্মরত শ্রমিকরা একটি কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ইচ্ছে অনুযায়ী নিজেদের চাকরী পরিবর্তন করতে পারবেন। বুধবার (২৩-সেপ্টেম্বর) দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “বেসরকারি খাতের প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা এখন থেকে সুবিধা মতো নিজেদের চাকরী পরিবর্তন করতে পারবে। তবে প্রতিষ্ঠানের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষরিত হতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, “একই অংশীদারদের মালিকানাধীন একাধিক প্রতিষ্ঠানে কর্মরত তাদের কর্মীদের যখন প্রয়োজন হবে তখন অন্য প্রতিষ্ঠানের পাঠাতে পারবে।”
আরো পড়ুনঃ ওমানে আউটপাশের পূর্বাভাস
নতুন এই আইনে পূরণ হলো ওমান প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা, এতে এখন থেকে একজন প্রবাসী চাইলেই বেশি বেতনে অন্য কোম্পানিতে চাকরি করতে পারবেন। তবে ভিন্নমত দিয়েছেন কিছু ব্যবসায়ী। নতুন এই আইনে প্রবাসী শ্রমিকরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হবে কোম্পানি এমনটাই দাবী করছেন তারা।
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের বিরাট সুখবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post