সারা দেশে নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, নিজেরা লাইসেন্স ছাড়া ক্লিনিক-হাসপাতালগুলো বন্ধ না করলে কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি লাইসেন্সবিহীন হাসপাতালের ভুক্তভোগী। সুতরাং কখনোই এ বিষয়ে ছাড় দেব না। এরই মধ্যে বলেছি, দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। তেমনি অনুমোদনবিহীন হাসপাতালের ব্যাপারেও ছাড় দেওয়া হবে না।
এর আগে আয়ানের মৃত্যুর সুষ্ঠু বিচারসহ চার দফা দাবি নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন শিশুটির বাবা শামীম আহমেদ ও তার পরিবার। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা সন্তানের মৃত্যুর ঘটনার বর্ণনা দেন। পরে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। আয়ানের পরিবারকে আশ্বস্ত করে ডা. সামন্ত লাল সেন বলেন, শিশু আয়ানের মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। তার মৃত্যুর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যতটুকু জানি, আগামীকালই (বুধবার) আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন দেবে। চিকিৎসায় যদি কোনো অবহেলা থাকে তাহলে ছাড় দেওয়া হবে না।
বিএইচআরএফের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী করোনার নতুন উপধরন প্রসঙ্গে বলেন, কভিড এখনো চলে যায়নি। বিশ্বের বিভিন্ন দেশে রোগী পাওয়া যাচ্ছে। বাংলাদেশেও কিছু রোগী হাসপাতালে ভর্তি আছে। এজন্য বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে ভোগা ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে তিনি মাস্ক পরার ওপর জোর দেন।
এ সময় কভিড ভ্যাকসিন প্রসঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, করোনাভাইরাসের চতুর্থ ডোজ হিসেবে আগামী দুই বছরে আরও আড়াই কোটি ডোজ দেওয়া হবে। এ আড়াই কোটির মধ্যে অর্ধেক দেওয়া হবে চলতি বছর। টিকাদান কর্মসূচি শুরু হবে এপ্রিলে। বাকি টিকা আগামী বছরে দেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি রাশেদ রাব্বি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post