দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিচ্ছে ওমান। করোনা মহামারির সময়ে যে সব কোম্পানির শ্রমিকদের রেসিডেন্স কার্ডের (পতাকা) মেয়াদ শেষ হয়েছে, তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন বলে জানিয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়।
বুধবার ওমানের জনশক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ওমান থেকে স্থায়ীভাবে চলে যাওয়া প্রবাসীদের ওমানে থাকাকালীন কোনো জরিমানা আদায় করা হবে না। করোনা ভাইরাস মোকাবেলায় সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় গণমাধ্যম। চলতি বছরের শেষ অবধি প্রবাসীদের জন্য এই সুযোগ থাকবে বলে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
যেসব প্রবাসী বৈধ কাগজপত্র না থাকায় দেশে যেতে পারছিলেন না, তাদের জন্য এটি অনেক বড় একটু সুযোগ বলে মনে করা হচ্ছে। এই সুযোগে ওমান থেকে প্রবাসীরা নিজ দেশে ফেরত যাবেন বলে মনে করছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে, দেশটির বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের কাজের চুক্তিও শেষ করার অনুমতি দেওয়া হয়েছে। যদি প্রতিষ্ঠান তাদের সকল পাওনা পরিশোধ করে ও কর্মীরা স্থায়ীভাবে ওমান ছেড়ে নিজ দেশে ফেরত যেতে চায় তাহলে তাদের অন্যান্য সকল জরিমানা মওকুফ করে দেওয়া হবে।
ওমান সরকারের নতুন এই ঘোষণায় দারুণ খুশি প্রবাসীরা। তবে এটিকে অনেকেই না বুঝে আউটপাশ মনে করছেন। এবং এই নিউজের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আউটপাশের সংবাদ হিসেবে প্রচার করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ারের সাথে যোগাযোগ করলে প্রবাস টাইমকে তিনি বলেন, “এ ব্যাপারে ওমানের ম্যানপাওয়ার মিনিস্ট্রির প্রতিনিধি বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছেন যে, করোনার কারণে যে সকল কোম্পানি তাদের শ্রমিকদের ভিসা নবায়ন কারতে পারেনি, সে সকল কোম্পানি আবেদন করলে তাদের শ্রমিকদের জরিমানা মওকুফ করে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর অনুমতি দেয়া হবে। এটা কোন সাধারণ ক্ষমা নয়। ম্যান পাওয়ার মন্ত্রণালয়ের ভাষ্য মোতাবেক এটা শুধু কোম্পানিসমুহের ক্ষেত্রে প্রযোজ্য হবে।”
আরো পড়ুনঃ পুনরায় ওমান যেতে করোনা রিপোর্ট আবশ্যক: ওমান সুপ্রিম কমিটি
অনেকেই না বুঝে এই সংবাদকে আউটপাশ হিসেবে প্রচার করছে। যা সম্পূর্ণ গুজব হিসেবে আখ্যায়িত করেছেন ওমান থেকে। তবে বিশ্বস্ত সুত্রে জানাগেছে, ওমানের আউটপাশ ইতিমধ্যেই সরকারিভাবে সিদ্ধান্ত হয়েগেছে। এখন শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা দেওয়ার বাকি। করোনা পরিস্থিতি বিবেচনা করে যেকোনো সময় ওমান সরকার আউটপাশের ঘোষণা দিবেন এমনটাই জানাগেছে নির্ভরযোগ্য সুত্রে।
আরো দেখুনঃ ওমান প্রবাসীদের বিরাট সুখবর
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post