আগামী পহেলা অক্টোবর থেকে পুনরায় ওমান প্রবেশে করোনা পরীক্ষা বাধ্যতামূলক বলে জানালেন দেশটির সুপ্রিম কমিটি। আজ কমিটির সপ্তাহের শেষ বৈঠকে সাংবাদিকদের এই কথা জানান কমিটির সদস্য ডাঃ সাইফ আল-আব্রি। সংবাদ সম্মেলনে ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ আল সাইদী গণমাধ্যমকে জানান, ওমানে প্রথমবারের মতো আইসিইউতে করোনা রোগী রয়েছে ১৯০ জন। এছাড়াও দেশে করোনা রোগীর সুস্থতার হার ৯৪ শতাংশ থেকে কমে ৯১ শতাংশে এসে দাঁড়িয়েছে। যে কারণে আগামী দুই সপ্তাহের মধ্যেই ওমানে ফিল্ড হাসপাতাল চালু করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ওমানে আগত প্রত্যেকের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এবং ওমানে বসবাসরত সকলকে সামাজিক দূরত্ব এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ওমানে করোনা সংক্রমণের হার বৃদ্ধি মানে এই নয় যে দেশটির স্বাস্থ্যখাত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। কারণ বিশ্বব্যাপী করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানান মন্ত্রী।
আরো পড়ুনঃ ওমানে প্রবাস টাইমের রেফারেন্স দিলেই মিলবে ৫% ডিসকাউন্ট
এ সময় মন্ত্রী আরো বলেন, কর্মীদের কর্মস্থলে ফিরে আসা এবং দেশে বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার ফলে ভাইরাস ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা ও সামাজিক দূরত্ব মেনে না চলার কারণে সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি। ভাইরাস বিস্তার রোধে সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানকে সকল সিদ্ধান্ত মেনে চলতে হবে বলে জানান মন্ত্রী।
ওমানের বিভিন্ন খামার, রেস্ট হাউস ও বন্ধ জায়গায় সমাগম বেড়ে যাচ্ছে যা বন্ধ করা উচিত বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। করোনার বিস্তার ঠেকাতে ইতিমধ্যেই ওমানে কর্মীদের উপস্থিতির জন্য ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। এ সময় কমিটির আরেক মেম্বার সাইফ আল আব্রি বলেন, ওমানে আসা যে কোনো ব্যক্তিকে করোনা নজরদারি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং পিসিআর পরীক্ষা করাতে হবে।
বৈঠকে করোনাকালীন সময়ে বিভিন্ন গুজব মোকাবেলায় ও করোনা ভাইরাসের সচেতনতা বাড়াতে গণমাধ্যমের দুর্দান্ত ভূমিকা রয়েছে বলে জানান দেশটির তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা এক কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছি এবং ভাইরাসটির বিস্তার রোধে প্রত্যেককে অবশ্যই নিজ নিজ সহাবস্থানে কাজ করতে হবে।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে প্রয়োজন নেই মোফা’র অনুমোদন
সুপ্রিম কমিটির আগামী বৈঠকে সপ্তম প্যাকেজ অনুমোদিত হবে বলে জানান দেশটির পরিবহন মন্ত্রী। এ সময় দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ বিন নাসের আল জাবি বলেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিদেশ থেকে প্রবাসীদের নিয়ে আসা ও মালামাল পরিবহনের জন্য নিজেদের কার্যক্রম চালিয়ে যাবে। তবে ব্যক্তি এবং বিমানসংস্থা গুলিকে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা প্রোটোকল মেনে চলতে হবে। বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া ভ্রমণ গাইড সবাইকে ডাউনলোড করতে অনুরোধ করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post