এক নারী এমপির বিরুদ্ধে বিভিন্ন দোকান থেকে পণ্য চুরির গুরুতর অভিযোগ ওঠেছে নিউজিল্যান্ডে। এসব অভিযোগের ভিত্তিতে তিনি পদত্যাগ করেন। বর্তমানে দেশটির পুলিশ এসব অভিযোগ তদন্ত করছে।
গোলরিজ গাহরাহমান নামের এই নারী গ্রিন পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে দুটি কাপড়ের দোকান থেকে তিনবার পণ্য চুরি করেছেন। অকল্যান্ড এবং ওয়েলিংটনে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।
চুরির অভিযোগে অভিযুক্ত গোলরিজের নতুন একটি ভিডিও ভাইরাল হয়। সিসিটিভির এ ভিডিওতে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে একটি হাতব্যাগ চুরি করছেন তিনি। ভিডিওটি সামনে আসার পরই আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সদ্যই পদত্যাগ করা এই নারী এমপি দাবি করেছেন, কাজের মানসিক চাপ থেকে তিনি ‘এমনটি করেছেন যা তার নিজ চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়।’ তবে তার এ কাণ্ডে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ৪২ বছর বয়সী সাবেক এই এমপি আরও জানিয়েছেন, তার ব্যবহার এমন ছিল যা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কেউ আশা করে না।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাবেক এ আইনজীবী ২০১৭ সালে এমপি নির্বাচিত হন। এরমাধ্যমে প্রথম কোনো শরণার্থী হিসেবে নিউজিল্যান্ডের সরকারে যোগ দিয়েছিলেন তিনি।
গোলরিজ গাহরাহমানের জন্ম হয়েছিল ইরানে। তিনি যখন খুব ছোট ছিলেন তখন বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন। এরপর দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় পায় তার পরিবার। পরবর্তীতে তারা দেশটির নাগরিকত্বও পান। সেবার এমপি হয়ে ইতিহাস গড়েছিলেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post