২০২২ সালে ইতালিয়ান ফুটবল ক্লাব এ এস রোমাকে প্রথমবার ইউরোপিয়ান শিরোপা জিতিয়েছিলেন ‘স্পেশাল ওয়ান’ জোসে মরিনহো। রোমের ক্লাবটিকে উয়েফা কনফারেন্স লিগ জয়ের পর ইউরোপা লিগের ফাইনালেও তোলেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। কিন্তু চলমান মৌসুমে ইতালিয়ান সিরিআ- লিগে দলের বাজে অবস্থার কারণে বরখাস্ত হলেন মরিনহো।
এক যৌথ বিবৃতিতে রোমার কোচের পদ থেকে জোসে মরিনহোকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির মালিক ড্যান ও রায়ান ফ্রাইডকিন। দ্রুতই পর্তুগিজ কোচের এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ক্লাব কতৃপক্ষ।
মরিনহো ও তার পুরো কোচিং স্টাফকেই বরখাস্ত করেছে রোমা কর্তৃপক্ষ। ক্লাবটির ৬০তম কোচ হিসেবে ২০২১ সালের মে মাসে দায়িত্ব পেয়েছিলেন এই পর্তুগিজ কোচ। উয়েফা কনফারেন্স লিগ জয়ের সাফল্যও চাকরি বাঁচাতে পারল না মরিনহোর।
বিবৃতিতে রোমা কতৃপক্ষ জানিয়েছে, ‘ক্লাবে (এএস রোমা) আসার পর থেকে আগ্রহ এবং প্রচেষ্টার কমতি ছিলোনা তার (জোসে মরিনহো)। আমরা এএস রোমার পক্ষ থেকে জোসেকে ধন্যবাদ জানাই। জোসে এবং তার কোচিং স্টাফদের ভবিষ্যতের জন্য শুভ কামনা রইলো।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post