চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১৫ জানুয়ারি) নিজ জেলা পাবনা যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। কিন্তু ঘন কুয়াশার কারণে রাষ্ট্রপতিকে বহন করা হেলিকপ্টার মানিকগঞ্জ থেকে আবার ঢাকায় ফিরে আসে। এতে প্রথম দিনের সফর স্থগিত করা হয়েছে।
পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সোমবার দুপুর ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টা ৪০ মিনিটে রাষ্ট্রপতির পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছানোর কথা ছিল। তবে তাকে বহনকারী হেলিকপ্টার মানিকগঞ্জ পর্যন্ত এসে ঘন কুয়াশার মধ্যে পড়ে। পরে হেলিকপ্টারটি ঢাকায় ফিরে যায়। রাষ্ট্রপতি পাবনায় আসতে না পারায় সোমবারের সফর স্থগিত করা হয়েছে।
পাবনা জেলা প্রশাসক আরও জানান, আবহাওয়া ভাল থাকলে আজ মঙ্গলবার রাষ্ট্রপতি পাবনায় আসবেন।
উল্লেখ্য, সোমবার (১৫ জানুয়ারি) থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাবনায় রাষ্ট্রপতির ৪ দিনের সফর নির্ধারিত ছিল। মঙ্গল ও বুধবার বেলা ১১টায় স্থানীয় কর্মসূচিতে যোগদান শেষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর তিনটা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পাবনা ছাড়ার কথা রাষ্ট্রপতির।
https://www.youtube.com/watch?v=coJPgWVDd84
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post