মহামারী করোনার কারণে যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে আর ফিরতে পারেননি, তাদেরকে সৌদি ফেরাতে আরও দুইটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বিমান বিশেষ এই ফ্লাইট দুইটি পরিচালনা করবে।
যেসব যাত্রী গত ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদ থেকে বিমানের রিটার্ন টিকিট কেটেছিলেন তাদের আগামী ২৬ সেপ্টেম্বর (ঢাকা-জেদ্দা) ও ২৭ সেপ্টেম্বর (ঢাকা -রিয়াদে) যাত্রীবাহী ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিমানের এক বিজ্ঞপ্তিতে।
এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেয়া হয়েছিল নিবন্ধন ও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। এবারই প্রথম রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেয়া হলো।
১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকেটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ আজ (২৪ সেপ্টেম্বর) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তবে অন্য তারিখের যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে প্রয়োজন নেই মোফা’র অনুমোদন
উল্লেখ্য, কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘন্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে; বিধায় সকল যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।
এদিকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালেও হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের অফিসে টিকিটের জন্য প্রবাসীদের ভিড় দেখা গেছে। সৌদি আরবের ফিরতি টিকেট পাওয়ার আশায় ভোর ৪টা থেকে সোনারগাঁওয়ের সামনে ভিড় করতে থাকেন টিকেট প্রত্যাশীরা। সকালে কয়েকদফা বৃষ্টি হলেও তা উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে থাকেন তারা।
আরো পরুনঃ ওমানে শ্রমিকদের ৯ ঘন্টার বেশি কাজ করানো বেআইনী
আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আকামার মেয়াদ বাড়ানো হলেও তা নিয়ে স্বস্তিতে নেই কেউই। হোটেলের ভেতর টোকেন নিয়ে অবস্থান নেয়া দেড় থেকে দুশো যাত্রীর একজনও টিকিট না পেলেও গতকাল সৌদিগামী এয়ারলাইন্সের যাত্রীরা কোথা থেকে টিকেট পেলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
অপরদিকে সৌদি প্রবাসীদের আন্দোলনের পর অবশেষে বাংলাদেশি প্রবাসীদের আকামার মেয়াদ ফের ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। আগামী রোববার থেকে নতুন ভিসা ইস্যু করা যাবে। এ ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ ফ্লাইটের অনুমতিও দেয়া হয়েছে। বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ নিয়ে মোট চতুর্থ দফা বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।
আরো দেখুনঃ ওমানে নতুন আইন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post