সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে কাজ করে থাকে। পুলিশ সাংবাদিক পেশা ভিন্ন হলেও কাজ কিন্তু একই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন- ক্র্যাবের বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এমন কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ সাংবাদিক এক হয়ে অপরাধ মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো। এর আগে, ক্র্যাব মিডিয়া এওয়ার্ড প্রাপ্ত ৬ জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post