নতুন বছরের প্রথম ১১ দিনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১০০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন -আইজিআই এ তথ্য জানিয়েছে।
নতুন বছরের শুরু থেকে আটটি আলাদা অভিযানে বিভিন্ন দেশের ১০০ জন নাগরিককে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে আইজিআই। রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব এস্কর্ট দিয়ে বহিষ্কারাদেশ কার্যকর করেছে।
প্রথম অভিযানে ১২ জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়। দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ জানুয়ারি। ওই দিন আরাদ ও অতোপেনি সীমান্তের একটি কেন্দ্র থেকে ৯ জনকে প্লেনে করে ফেরত পাঠানো হয়। পরদিন ৬ জানুয়ারি একজন তুর্কি নাগরিকের বহিষ্কার বাস্তবায়ন করে বুখারেস্ট। ৭ জানুয়ারি রোমানিয়া ছাড়ার নোটিশ পাওয়া বাংলাদেশ ও মরক্কোর ১৮ জন নাগরিককে ঢাকা ও রাবাতে বহিষ্কার করে রোমানিয়া সীমান্ত পুলিশ।
অন্য একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়ার অভিবাসন দপ্তর নিশ্চিত করেছে, ২০২৩ সালের ডিসেম্বরে মোট ৬৪ জন অভিবাসীকে এস্কর্ট দিয়ে নিজ দেশ বহিষ্কার করা হয়েছে। এসব ব্যক্তিদের মধ্যে ৪৩ জনই ছিলেন এশীয় অভিবাসী।
গত বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেঙ্গেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। ইইউর শর্ত পূরণে রোমানিয়া থেকে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে বুখারেস্ট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post