ইয়েমেনে মার্কিন জোটের হামলার পরপরই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানী তেলের দাম। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, এরইমধ্যে আড়াই শতাংশের বেশি বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি সাড়ে ৪ শতাংশ বেড়ে ৭৯ ডলার ২৫ সেন্টে দাড়িয়েছে।
অন্যদিকে ডাব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৪ ডলারের কাছাকাছি পৌঁছেছে। শঙ্কা করা হচ্ছে সংঘাত অব্যাহত থাকলে আরও বাড়তে পারে তেলের দাম। লোহিত সাগরে হুতিদের হামলার পর থেকেই অঞ্চলটি পরিহার করছে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ। ফলে বাড়ছে পণ্য পরিবহন খরচ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post