ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু কনটেন্ট আড়ালের উদ্যোগ নিয়েছে মেটা। সম্প্রতি এক ঘোষণায় প্রযুক্তি জায়ান্ট মেটা এ তথ্য জানিয়েছে। মেটার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার চাপের পরিপ্রেক্ষিতে মেটা এ সিদ্ধান্ত নিয়েছে।
এক ব্লগপোস্টের মাধ্যমে মেটা জানিয়েছে, অ্যাপ ছাড়াও ইনস্টাগ্রামে অতিরিক্ত সার্চ-সংক্রান্ত টার্মও কমিয়ে আনা হবে। এর মাধ্যমে আত্মহত্যা, নিজের ক্ষতি করা থেকে শুরু করে খাদ্যাভ্যাসে সমস্যা তৈরি করে এমন কনটেন্ট থেকে কিশোর ব্যবহারকারীদের দূরে রাখা হবে। ইনস্টাগ্রামের সার্চ অ্যান্ড এক্সপ্লোর ফিচার ব্যবহারের ক্ষেত্রে এসব নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে জানিয়েছে মেটা।
মেটার বিবৃতিতে বলা হয়েছে, খুব শিগগিরই নতুন এসব উদ্যোগ কার্যকর করা হবে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই এসব নিষেধাজ্ঞা কার্যকর হতে শুরু করবে। এর মাধ্যমে প্লাটফর্মগুলোয় বয়সভিত্তিক ব্যবহারিক অভিজ্ঞতার আরো উন্নতি হবে।
এর আগে গত বছরের অক্টোবরে আমেরিকার ৩৩টি প্রদেশের অ্যাটর্নি জেনারেলরা মেটার বিরুদ্ধে মামলা করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রমাগত এসব চাপ আসায় নীতিমালায় পরিবর্তন আনতে বাধ্য হলো মেটা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post