পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। ২০১৯ সালের ১৭ ডিসেম্বর একটি বিশেষ আদালত তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়।
এর বিরুদ্ধে মোশাররফের আপিল করেছিলেন। কিন্তু ২০২৩ সালের ১৩ জানুয়ারি লাহোর হাইকোর্ট সেই রায় বাতিল করে দেয়। এরপর মোশাররফের উত্তরাধিকারীরা সুপ্রিম কোর্টে আপিল করেন। বুধবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসার নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ এ রায় দেন। দেশটির সাবেক এ স্বৈরশাসক বিরল রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি মারা যান।
২০০১ সালে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ। ২০০৭ সালে দেশটির সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করেন। এ অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত তার মৃত্যুদণ্ড দেন। পরে ২০২০ সালে লাহোর হাইকোর্ট ওই মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেন। এ ছাড়া আদালত ওই রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা দেন। ২০০৮ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।
প্রয়াত এ স্বৈরশাসক ২০১৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। এর ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। নির্বাসনে থাকা অবস্থায় ২০২৩ সালে দুবাইয়ে তার মৃত্যু হয়। এরপর দেশটির সুপ্রিম কোর্ট একই রায় বহাল রেখেছে। ফলে তাকে মরণোত্তর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post