সৌদির প্লেন টিকিটের জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল কার্যালয় অবরুদ্ধ করেন তারা।
মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ করেন শত শত প্রবাসী। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে বিক্ষোভের পর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় অবরুদ্ধ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেন তারা। এসময় বিমান টিকিটের দাবিতে নানা স্লোগান দেন তারা।
করোনায় নিজ দেশে আটকা পড়া সৌদিতে কর্মরত বিদেশি কর্মীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরতে বলেছে দেশটির কর্তৃপক্ষ। এরপর থেকে দেশে আটকা পড়া বহু প্রবাসী টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরছেন।
আরো পড়ুনঃ আর মাত্র ৮দিন পরেই খুলছে ওমানের এয়ারপোর্ট
সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চালুরও ঘোষণা দেয় সম্প্রতি। সে অনুযায়ী বিমান ফ্লাইট চালুর উদ্যোগ নিলে অনুমতি দেয়নি সৌদি। তারপর বাংলাদেশও সৌদি এয়ারলাইন্সের অনুমতি বাতিল করে। নানা নাটকীয়তার পর সোমবার সৌদি কর্তৃপক্ষ বিমানকে অনুমতি দেয়।
কিন্তু এখনো ল্যান্ডিং অনুমতি দেয়নি। ফলে বিমানও সৌদি আরবে শিডিউল ঘোষণা করতে পারছে না। এরপর থেকেই মূলত টিকিটের সংকট তৈরি হয়েছে। এদিকে, বিক্ষোভে আশপাশের সড়কে স্থবির হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভ দমাতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভের ভিডিও: https://www.youtube.com/watch?v=WGsZpQn7kg8&feature=youtu.be
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post