বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টা ফ্লাইটের অনুমোদন চাইবে তাই দেয়া হবে বলে জানিয়েছেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। জানান, এত দিন সৌদি আরবের সঙ্গে আমাদের আকাশপথে যোগাযোগ পুরাপুরি বিচ্ছিন্ন ছিল। অনেক আরব দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি থেকেও শুরু হোক ফ্লাইট ।মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
মফিদুর রহমান জানান, ২ সপ্তাহ আগে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স অনুমোদন চায়, আমরা দিয়েছি। শর্ত ছিলো বাংলাদেশি এয়ারলাইন্সও সেদেশে যেতে পারবে। জানতে পেরেছি, যাদের আকামার মেয়াদ আছে তারা যেতে পারবেন। শুধু ভিজিট ভিসা ও ওমরা ভিসায় যাওয়া যাবে না। জানতে পেরেছি, বিমানকে চার্টার্ড ফ্লাইটের অনুমোদন দিলেও বাণিজ্যিক ফ্লাইটের অনুমোদন দেওয়া হয়নি। একারণে অনেকেই চাচ্ছিলেন সাউদিয়ার অনুমোদন বাতিল করা হোক, কিন্তু আমরা করিনি।
প্রবাসী ভাইদের যাওয়া নিশ্চিত করতে সাউদিয়া ও বিমান যেন চলাচল করতে পারে, সেটি নিয়ে কথা বলেছি। বাংলাদেশ বিমানও যেন যেতে পারে, সেই চেষ্টা চলছে। যদিও বিমান এখনও অপারেশনের অনুমতি পায়নি। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। প্রবাসী বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টা ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে আর কোনো বাধা নেই
ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান বলেন,দেশি কিছু এজেন্সি টিকিট ব্লক করে ভাড়া বাড়িয়ে দিচ্ছে। তারা আমাদের প্রবাসীদের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করবো।
বিমান চালু না হলে নতুন করে টিকিট বিক্রি করা হবেনা বলেও জানান বেবিচক চেয়ারম্যান।
আজকের বুলেটিন দেখুন ওমানের সব সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post