ওমানে ফের ভয়াবহ রুপ নিচ্ছে মহামারী করোনা। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ৬৬০ জন রোগী সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যা গতকালের তুলনায় ৮৪ জন বেশি আক্রান্ত হয়েছে আজ। মঙ্গলবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৭১১ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৬ হাজার ১৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৪১৪ জন এবং নতুন ১২ জনের মৃত সহ মোট মৃত্যুর সংখ্যা ৮৬৫ জন। গতকালের তুলনায় আজ মৃত বেড়েছে ৫ জন।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫৭ জন। এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৫৩৯ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে আছেন ১৭৯ জন। দেশটিতে ফের করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় ইতিমধ্যেই ওমানের পুরাতন বিমানবন্দরটি ফিল্ড হাসপাতাল করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে এটি উদ্ভোদন করার কথা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসাথে করোনা প্রাদুর্ভাব কমাতে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না বের হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়াল আজ। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। ২৮ জনের সবাই হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৭ জনে।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৪ হাজার ২৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৫৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫২ হাজার ১৭৮ জন।
আরো পড়ুনঃ আর মাত্র ৮দিন পরেই খুলছে ওমানের এয়ারপোর্ট
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস-বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬০ হাজার ৭৯০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৯০ জন (৭৭ দশমিক ৬৯ শতাংশ) ও নারী এক হাজার ১১৭ জন (২২ দশমিক ৩১ শতাংশ)।
আরো পড়ুনঃ ওমান প্রবেশে আর কোনো বাধা নেই
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন। বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেট বিভাগে একজন ও রংপুরে একজন রয়েছেন।
আরো পড়ুনঃ ওমানের শ্রম বাজারে ধ্বস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post