প্রতি বছর পবিত্র ওমরাহ পালনে যান বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লি। তবে আগের সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে সর্বোচ্চ বিদেশি মুসল্লি ওমরাহ পালন করেছে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ।
মঙ্গলবার সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে যে পরিমাণ মুসল্লি ওমরাহ পালন করেছেন, সেটির তুলনায় ২০২৩ সালে ৫৮ শতাংশ বেশি মুসল্লি এই ধর্মীয় রীতি পালন করেছেন।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, গত বছর সৌদির বাইরে থেকে মক্কায় এসে ওমরাহ করেছেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি। আর ২০১৯ সালে সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ করতে এসেছিলেন ৮৫ লাখ মুসল্লি। নতুন ব্যবস্থাপনায় ২০২৩ সালে এই সংখ্যা ১ কোটি ৩৫ লাখে উন্নীত হয়েছে।
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী জানান, ১.৩ বিলিয়ন ডলার খরচ করে মক্কা ও মদিনার বিভিন্ন অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে। বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। হজের মতো এটির নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
সাম্প্রতিক মাসগুলোতে ওমরাহ পালনের জন্য আসা মুসল্লিদের জন্য অনেক সুযোগ-সুবিধা চালু করেছে সৌদি আরব। ভিসাধারী ব্যক্তিদের স্থল, আকাশ এবং সমুদ্রপথের মাধ্যমে প্রবেশের অনুমতি দিয়ে থাকে দেশটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post