মহামারী করোনায় বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলো পুনরায় খোলার ব্যাপারে নতুন গাইডলাইন দিয়েছে ওমান শিক্ষা মন্ত্রলালয়। শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে স্কুলগুলি আবার চালু করার পরিকল্পনা করছে মন্ত্রণালয়।
ইতিমধ্যেই স্কুল পরিচালনার একটি নতুন গাইডলাইন জারী করেছে দেশটির শিক্ষামন্ত্রী ডাঃ মাদিহা বিনতে আহমেদ আল শাইবানিয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর ২০২০/২০২১ শিক্ষাবর্ষ বরাদ্দ দেওয়ায় সুপ্রিম কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করবে বলে জানান শিক্ষা মন্ত্রী। ওমানের স্কুল পরিচালনার নতুন নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-লার্নিংয়ের শিক্ষা ব্যবস্থা, বিশেষ শিক্ষা ও স্কুল পরিচালনার পদ্ধতি।
মন্ত্রণালয় জানিয়েছে যে, কিছু ক্লাসের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও অন্যান্য ক্লাস অনলাইন শিক্ষার অন্তর্ভুক্ত থাকবে। গৃহীত মিশ্র শিক্ষা পদ্ধতি অনুসারে শিক্ষার্থীদের উপস্থিতি সাপ্তাহিক ভাবে গণনা করা হবে। যে দিনগুলিতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকবে না সেই দিনগুলোতে তাদের নির্ধারিত সময়সূচী অনুযায়ী ই-লার্নিংয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। যা স্কুল প্রশাসনের অনুমোদিত পাঠ্যক্রম অনুসারে প্রস্তুত করা হবে। এছাড়াও, নতুন পদ্ধতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সম্পূর্ণ শিক্ষাবর্ষের জন্য একটি ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
আরো পড়ুনঃ ওমানের শ্রম বাজারে ধ্বস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post