দীর্ঘদিন বন্ধের পর আগামী পহেলা অক্টোবর থেকে পুনরায় খুলছে ওমানের সকল এয়ারপোর্ট। ইতিমধ্যেই দেশটির সকল এয়ারপোর্ট পরিদর্শন করছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটি। করোনা মহামারী চলাকালীন বিমানবন্দরে সকল সুরক্ষা ও স্বাস্থ্য প্রোটোকল কার্যকর করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে গতকাল (২১-সেপ্টেম্বর) ওমানের দুকুম এয়ারপোর্ট পরিদর্শন করেছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটির একটি দল।
সরকারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ওমানের সবচেয়ে নতুন এই বিমানবন্দরটি ওমানকে বিশ্বের সাথে পরিচিতি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন দুকুম স্পেশাল ইকোনমিক জোন অথরিটি।
এদিকে ওমানে মহামারী করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় ৩০০ শয্যা বিশিষ্ট একটি নতুন ফিল্ড হাসপাতাল করতে যাচ্ছে ওমান সরকার। চলতি মাসের শেষের দিকে অথবা আগামী অক্টোবরের শুরুরদিকে হাসপাতালের কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ডাঃ মোহাম্মদ আল হোসনি।
উন্নতমানের স্বাস্থ্যসেবা দিতে এই হাসপাতালে মোট শয্যা সংখ্যা থাকবে ৩১২টি। প্রথম দিকে ১০০ শয্যা নির্মাণ করা হলেও পরবর্তীতে প্রয়োজন অনুসারে এটিকে ৩২৪ শয্যা পর্যন্ত সম্প্রসারণ করতে পারবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এই হাসপাতালটি চালু হলে মাস্কাট ও এর আশেপাশের অঞ্চলের হাসপাতালগুলির চাপ অনেকটাই কমে আসবে বলে জানান তিনি।
আরো পড়ুনঃ ওমানের শ্রম বাজারে ধ্বস
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post