ওমানের শ্রমবাজার তদারকিতে চলছে কঠোর অভিযান। সবশেষ আরও একটি অভিযানে ইজকি অঞ্চল থেকে কয়েক ডজন প্রবাসীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আদ দাখিলিয়ার ইজকি মিউনিসিপ্যালিটির সহযোগিতায় পরিচালিত অভিযানে রাস্তাঘাটের অবৈধ দোকান এবং শ্রমিক জমায়েত থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়াও দেশটির বারকা, মাস্কাট, মাবেলা, হামরিয়া, ধোফার, দক্ষিণ এবং উত্তর আল বাতিনাতেও প্রবাসীদের গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে। এসব অভিযানের খবরে রীতিমত ঘরবন্দী হয়ে পড়েছেন আতঙ্কিত অনেক প্রবাসী। এসব প্রবাসীদের কারোর ভিসা নেই, কেউ কেউ এক নিয়োগকর্তার কাজে এসে অন্য যায়গায় কাজ করেছেন আবার অনেকে প্রশাসনিক নিয়ম ভেঙে অবৈধ ব্যবসা বাণিজ্য চালাতেন।
যদিও কমিউনিটি নেতারা আশ্বস্ত করে বলছেন, পূর্বের আইন মোতাবেক সকল নথিপত্র ঠিক থাকলে ভয়ের কিছু নেই। কারণ চলমান অভিযান মোটেও নতুন কিছু নয়। আর চলমান অভিযান শীঘ্রই বন্ধ হবারও কোনো সম্ভাবনা নেই। কারণ শ্রম বাজারে শৃঙ্খলা টিকিয়ে রাখতে ওমান সরকারের এই প্রচেষ্টা আগের মতো সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post