ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন ৫৭৬ জন রোগী সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৫১ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৫ হাজার ৭৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৩৬৩ জন এবং নতুন ৭ জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা ৮৫৩ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৯ জন। এখন পর্যন্ত ওমানের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৫৫১ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আইসিইউতে আছেন ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় আইসিইউতে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮ জন। ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসাথে করোনা প্রাদুর্ভাব কমাতে সকলকে সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না বের হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে আজ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭০৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১৩ জন। হাসপাতালে ৩৭ জন, বাড়িতে দুইজন এবং মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৯৭৯ জনে।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯৪টি পরীক্ষাগারে ১২ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭০৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৫০ হাজার ৬২১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ১৫২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৮ হাজার ৭১৭ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।
প্রবাস টাইম বুলেটিন দেখতে এখানে ক্লিক করুন
বিজ্ঞাপনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post