সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে দেশটির সরকার। বরখাস্ত হওয়া মন্ত্রীরা হলেন- মরিয়ম সুইনা, মালসা শরীফ ও মাহজুম মাজিদ। খবর হিন্দুস্তানটাইমস ও এনডিটিভি।
সম্প্রতি নরেন্দ্র মোদি ভারতের ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ সফরে যান। তিনি সে সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করে ভারতীয়দের মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপ ভ্রমণের আহ্বান জানান। তার এই পোস্টের পরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ বেশ কিছু মন্তব্য করেন। তারা বলেন, মোদি ভারতকে মালদ্বীপের মতো করে উপস্থাপন করতে চাচ্ছেন। কিন্তু ভারত কখনো মালদ্বীপের সৌন্দর্যের ধারে-কাছেও যেতে পারবে না।
তাদের এসব পোস্ট নিয়ে ভারতে ব্যাপক তোলপাড় শুরু হয়। মালদ্বীপ সফর বাতিল করে দেন অনেক ভারতীয়। পরিস্থিতি সামাল দিতে সামনে আসে খোদ মালদ্বীপ সরকার। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সরকারি পদে থেকে এ ধরনের পোস্ট করায় মরিয়ম সুইনা, মালসা শরীফ ও মাহজুম মাজিদকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে রোববার (৭ জানুয়ারি) সকালে মালদ্বীপ সরকার জানিয়েছিল, ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে যারা মন্তব্য করেছেন এগুলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে দেশটির বিরোধী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। পরে ভারতেও বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হলে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ নেয় এবং বিবৃতি প্রদান করে।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক ও দায়িত্বশীলতার সঙ্গে বাক্স্বাধীনতার চর্চা করা উচিত। কারোই এমন কিছু করা উচিত নয়, যাতে ঘৃণা বা নেতিবাচক কিছু ছড়ায়।
গত বছর মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ভারতবিরোধী হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জো। তবে দেশটির সরকার যে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে বাতিল করতে চায় না, তার প্রমাণ পাওয়া গেল একসঙ্গে তিন মন্ত্রীকে বরখাস্ত করার মধ্য দিয়ে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post