ভারতের বেঙ্গালুরুর এক স্টার্ট-আপ প্রতিষ্ঠানের ৩৯ বছর বয়সি সিইও এবং শিশুটির মা সমুদ্রাঞ্চন গোয়াতে তার চার বছরের ছেলেকে হত্যা করেছে। হত্যার পর ছেলের মরদেহ একটি ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় ধরা পরে। তিনি মরদেহ নিয়ে কর্ণাটকে ভ্রমণের সময় ধরা পরে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সোমবার ৮ জানুয়ারি বেঙ্গালুরুর কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্ট-আপ মাইন্ডফুল এআই ল্যাবের সিইও এবগং শিশুটির মা সুচনা শেঠকে কর্ণাটকের চিত্রদুর্গে তার ছেলের মরদেহ একটি ব্যাগে করে নিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশ। উত্তর গোয়ার ক্যান্ডোলিমের একটি অ্যাপার্টমেন্ট হোটেলে তিনি তার ছোট ছেলেকে হত্যা করেন বলে জানা গেছে। তবে হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি।
শনিবার সুচনা শেঠ তার ৪ বছর বয়সি ছেলেকে নিয়ে উত্তর গোয়ার ক্যান্ডোলিমের সোল ব্যানিয়ান গ্র্যান্ড হোটেলে উঠে। সোমবার তিনি একাই রুম থেকে বের হয়ে যান এবং হোটেল কর্মীদের বেঙ্গালুরুতে যাওয়ার জন্য একটি ট্যাক্সি ঠিক করে দিতে বলেন।
হোটেল কর্মীরা জানায়, ফ্লাইটে যাওয়ার পরামর্শ দেয়া সত্ত্বেও তিনি ট্যাক্সি নেয়ার জন্য জোর দিয়েছিলেন। কর্মীরা লক্ষ্য করেন যে তার ছেলে নিখোঁজ। তিনি চলে যাওয়ার পর, পরিষ্কার কর্মীরাও তার অ্যাপার্টমেন্টে রক্তের দাগ লক্ষ্য করেন।
কর্মীরা পুলিশকে জানায়, সুচনা শেঠকে ট্যাক্সি ঠিক করে দেয়ার পর তার ছেলের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, তার ছেলে একজন বন্ধুর সাথে আছে এবং একটি ঠিকানা দেন যা পরবর্তীতে জাল বলে প্রমাণিত হয়। পুলিশ সুচনা শেঠকে স্টেশনে গ্রেপ্তার করে এবং যে ব্যাগে তার সাথে ছিল তার ভিতরে তার ছেলের লাশ পাওয়া যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post