সৌদি আরবের মক্কা অঞ্চলে গাছপালার বিপ্লব ঘটছে। ২০২৩ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গত পাঁচ মাসে এলাকাটির গাছপালা ৬০০ শতাংশ বেড়েছে। এটি সৌদি আরবের পরিবেশগত ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
দ্য সৌদি ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডেজার্টিফিকেশন এই তথ্য জানিয়েছে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, গাছপালার উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে এ মৌসুমের বৃষ্টিপাতকে দায়ী করা হচ্ছে। কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
সংস্থাটির জরিপের ডেটা বিশ্লেষণ করে জানা যায়, গত আগস্টে মক্কায় গাছপালা আবৃত অঞ্চলের পরিমাণ ছিল ৩ হাজার ৫২৯ দশমিক ৪ বর্গ কিলোমিটার, যা ওই অঞ্চলের প্রায় ২ দশমিক ৩ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত। পরবর্তী মাসগুলোতে মক্কায় বৃষ্টিপাত হতে থাকায় গাছপালা আবৃত এলাকা আরও প্রসারিত হতে থাকে। বছরের শেষ নাগাদ গাছপালা আবৃত এলাকার মোট পরিমাণ দাঁড়ায় ২৬ হাজার ২৫৬ বর্গ কিলোমিটারে।
২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মক্কা অঞ্চলের ১৭ দশমিক ১ শতাংশ এলাকা গাছপালায় ছেয়ে যায়। বিশেষ করে, লোহিত সাগরের উপকূলের কাছে পার্বত্য ও উঁচু অঞ্চলগুলোতে এ পরিবর্তন দেখা দিয়েছে। মক্কা, তাইফ, আল লাইথ, আল জুমুম, আল কামিল ও খুলাইস গভার্নরেটের ৫০০ থেকে ২ হাজার ৬০০ মিটার পর্যন্ত এলাকায় গাছপালার বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
দ্য ন্যাশনাল সেন্টার গাছপালা আবৃত অঞ্চল নিয়ে গভীর গবেষণা পরিচালনা করে এবং প্রকল্প এলাকাগুলোতে পরিবর্তন পর্যবেক্ষণ করে। এটি বিভিন্ন এলাকায় জরিপ চালায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবর্তনগুলো চিহ্নিত করে, বৃষ্টিপাতের মাত্রা পরিমাপ করে ও গাছপালার সুস্থতা নিরূপণ করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post