মাঝআকাশে যান্ত্রিক ক্রুটি ও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ায় ভারতের ওড়িশা রাজ্যের ব্যস্ততম শহর ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান জরুরি অবতরণ করেছে। সোমবার ৮ জানুয়ারি সন্ধ্যায় বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিমানযাত্রীরা মাঝআকাশে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপরই বিমানটি ভুবনেশ্বর না গিয়ে কলকাতায় ফিরে আসে। বিমানটি কলকাতার দমদম বিমানবন্দর থেকেই ভুবনেশ্বরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। ভুবনেশ্বর হয়ে বিমানটির বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল।
প্রতিবেদন অনুযায়ী, কলকাতা-ভুবনেশ্বর-বেঙ্গালুরু I-51563 বিমানটি সোমবার বিকেল ৫: ১০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দর থেকে উড়াল দিয়েছিল। নির্ধারিত সময়ের থেকে ৪০ মিনিট দেরিতে বিমানটি ছেড়েছিল। মসৃণভাবেই উড়াল দিয়েছিল বলে দাবি করেছেন বিমানযাত্রীরা। তবে বিমানটি আকাশে উড়ে যাওয়ার প্রায় আধাঘণ্টা পর ৫: ৪০ মিনিট নাগাদ বিমানযাত্রীরা কিছু একটার বিস্ফোরণ শুনতে পান।
সেই সময় বিমানে থাকা এক যাত্রী বলেন, ‘হঠাৎ করেই বিমানে কিছু একটা ফেটে যাওয়ার মতো বিস্ফোরণের আওয়াজন শুনতে পাই। এরপর বিমানটি টার্বুলেন্সের মধ্যে পড়ে। সেই সময় বিমানসেবিকা খাবার পরিবেশন করছিলেন। তবে এই ঘটনার পর তড়িঘড়ি তিনি নিজের আসনে ফিরে গিয়ে সিটবেল্ট লাগিয়ে নেন।’
প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের আওয়াজ হওয়ার বেশ কিছুক্ষণ পর বিমানের পাইলট ঘোষণা করেন, বিমানের ইঞ্জিনে ‘যান্ত্রিক গোলযোগ’ দেখা দিয়েছে। এই অবস্থায় বিমানটি গন্তব্যের উদ্দেশে না গিয়ে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বিমানটির জরুরি অবতরণ করানো হবে।
এরপর সন্ধ্যা প্রায় ৬টা ৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তাৎক্ষণিকভাবে বিমানটির দিকে ছুটে যান ইঞ্জিনিয়ার এবং বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফরা।
এক যাত্রীর তথ্যমতে, সেখানে দমকলের ইঞ্জিনও হাজির ছিল। যাত্রীদের সেই সময় বিমানেই থাকার অনুরোধ করা হয় এবং আতঙ্কিত হতে বারণ করা হয়। বিমানটি জরুরি অবতরণ করার প্রায় ৪৫ মিনিট পরে যাত্রীদের বিমান থেকে নামার অনুমতি দেওয়া হয়। ততক্ষণে কর্তৃপক্ষ বিমানটি পরীক্ষা করেন। এরপর যাত্রীদের একে একে বিমান থেকে নামিয়ে আনা হয়। এরপরও সেই বিমানটির পরীক্ষা চলতে থাকে বলে জানা গিয়েছে।
এদিকে এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এবং উত্তেজিত হয়ে পড়েছিলেন অনেক যাত্রী। টার্মিনালে তাদের শান্ত করতে গিয়ে নাকাল হচ্ছিলেন বিমান সংস্থার কর্মীরা। পরে একটি পৃথক বিমানের ব্যবস্থা করা হয়। রাত ৮টা নাগাদ সেই বিমানটি যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয়।
ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফ থেকে। সংস্থার মুখপাত্র বলেন, ‘কলকাতা থেকে ভুবনেশ্বরগামী আমাদের একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল।
তাই সেটি সতর্কতামূলক ভাবে কলকাতায় ফিরে আসে এবং নিরাপদে জরুরি অবতরণ করে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে আমরা বিকল্প উপায় বের করি। এই পরিস্থিতির জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে আমরা মনে করিয়ে দিতে চাই, যাত্রীসুরক্ষাই আমাদের সর্বপ্রথম অগ্রাধিকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post