ওমানে খামারে কাজ করার সময় এক বাংলাদেশির রহস্যজনক মৃত্যু নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। গত ৩১ ডিসেম্বর দেশটির ড়িখাসাব অঞ্চলের একটি কৃষি খামার থেকে প্রবাসী ইসরাফিল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
তার বাড়ি নাটোরের বড়াইগ্রামে। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকজনিত মৃত্যুর কথা জানা গেলেও লাশ দেশে পৌঁছাতেই একের পর এক ভিন্ন তথ্য প্রকাশ্যে আসছে। পরিবারের দাবি, মৃত্যু নয়, ইসরাফিলকে যৌথ পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।
প্রায় দেড় বছর আগে ওমান গিয়েছিলেন ইসরাফিল। স্ত্রী-সন্তানদের সুখের জন্য বিদেশ গেলেও সংসারে সেই সুখের মুখ দেখা হলো না তার। উল্টো কফিনবন্দী লাশ হয়ে দেশে ফিরেছেন।
শুক্রবার বিকেলে তার লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারী আর বুকফাটা কান্নায় গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জানা গেছে মৃত্যুর পর মালিকপক্ষ তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণও দেয়নি। এখন ওমানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তারা এ হত্যাকাণ্ডের বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ চাইছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post