হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সের র্যাঙ্কিয়ে এবার আরব দেশগুলির মধ্য চতুর্থ স্থান অর্জন করেছে ওমান। বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত ২০২০ সালের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সের আরব দেশগুলির মধ্যে চতুর্থ ও বিশ্বের মধ্যে ৮ম তম স্থান অর্জন করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শান্তিপ্রিয় এই দেশটি। গতকাল (২০-সেপ্টেম্বর) দেশটির বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
আরো পড়ুনঃ মাস্কাট এয়ারপোর্টের নতুন ঘোষণা
এদিকে, বিশ্ব ব্যাংকের সূচক অনুযায়ী চলতি বছর করোনা মহামারিতে বিশ্বের সকল দেশে শিশুদের পড়াশোনা বন্ধ ও স্কুলে ভর্তির সংখ্যা অনেক কমে এসেছে বলে জানানো হয়েছে। এটিকে বিশ্বের জন্য হুমকি স্বরূপ দাবী করেছে বিশ্ব ব্যাংক। মহামারীর প্রভাবে বিশ্বে এক বিলিয়নেরও বেশি শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি বলে উঠে এসেছে এই প্রতিবেদনে। এছাড়াও প্রায় পুরো এক বছর তারা পড়াশোনা থেকে দূরে রয়েছে। যার ফলে বিশাল আর্থিক ক্ষতি হতে পারে বলে মনে করছে হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স। বিশ্ব আগামী এক দশক “স্বাস্থ্য, আয়ু এবং স্কুলে ভর্তির ঝুঁকিসহ অগ্রগতি হুমকির মুখে পড়বে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালবাস।
প্রবাস টাইম বুলেটিন দেখতে এখানে ক্লিক করুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post