দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে বড় উত্থান দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক উঠেছে তবে ডিএসইতে লেনদেন বাড়লেও, কমেছে সিএসইতে। সোমবার (৮ জানুয়ারি) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে সোমবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ দশমিক ৫১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৪ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১০২ দশমিক ২২ পয়েন্ট ও ১ হাজার ৩৬৭ দশমিক ০১ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৪৪১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৬৮ লাখ টাকা।
এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৯টি কোম্পানির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম। এছাড়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সি পার্ল, ফু-ওয়াং ফুডস, রূপালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ইনফিউশন ও খান ব্রাদার্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। সোমবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬৮ দশমিক ১৪ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ৩৬ দশমিক ০৪ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৩ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৪ দশমিক ৬২ পয়েন্টে ও ১ হাজার ৩০২ দশমিক ০৯ পয়েন্টে।
আর সিএসই-৩০ সূচক ৫৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬০ দশমিক ৫০ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৮০ দশমিক ৩৭ পয়েন্টে। সূচক বেড়েছে ৩ দশমিক ০৮ পয়েন্ট।
তবে সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১ কোটি ৪১ লাখ টাকা।
সিএসইতে ১৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারদর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post