উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন কার্যকর করেছে রাশিয়া। আগে দক্ষতাসম্পন্ন বিদেশিরা টানা সর্বোচ্চ পাঁচ বছর দেশটিতে বসবাসের অনুমতি পেতেন। তবে এবার এই শ্রেণির ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে রোববার (৭ জানুয়ারি) নতুন আইন কার্যকর করেছে রাশিয়া।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, নতুন আইনটি কার্যকর করার জন্য ২০২৩ সালে সংবিধানে সংশোধন আনে ক্রেমলিন। পরে ওই বছরের জুন-জুলাইয়ে দেশটির পার্লামেন্টে পাস হওয়া বিলে সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত বছর পাস হলেও, আইনটি কার্যকর হলো নতুন বছরে।
নতুন আইন অনুযায়ী, বিশেষ বা উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন, তাহলে তারা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, যিনি আবেদন করবেন তার স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি, নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে।
এছাড়াও কোনো ব্যক্তি যদি রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় বিশেষ করে, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান; তবে তাকে উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। আবার একই খাতগুলোতে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলে তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে, ইউক্রেন যুদ্ধে যেসব বিদেশি নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধ করছে তাদের নাগরিকত্ব দেয়ার কথা জানায় রাশিয়া। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ডিক্রিতে বলা হয়েছে, যে সব বিদেশি নাগরিক ইউক্রেনে রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করছে তাদেরকে পরিবারসহ নাগরিকত্ব দেবে মস্কো। রাশিয়া যখন কিয়েভে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে তখন যারা যারা অভিযানে অংশ নেয়ার জন্য চুক্তিপত্রে সই করেছেন তারা এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এজন্য তাদেরকে কাগজপত্র দেখাতে হবে যে, তারা ন্যূনতম এক বছরের জন্য যুদ্ধ করতে চুক্তিবদ্ধ হয়েছেন।
যেসব প্রার্থী চুক্তিতে সই করেছেন তাদের অবশ্যই নিয়মিত বাহিনী নাকি সামরিক বাহিনীর অন্যান্য শাখা তা কাগজে উল্লেখ করতে হবে। এর মধ্য দিয়ে পরবর্তীকালে সামরিক ক্ষেত্রে অভিজ্ঞাসম্পন্নরা মস্কোর সেনাবাহিনীতে অন্তভুর্ক্ত হওয়ার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেনে কতজন বিদেশি যুদ্ধ করছেন তার কোনো তালিকা প্রকাশ করেনি রাশিয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post