বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটির জয়ের খবর গার্ডিয়ান, রয়টার্স, আল জাজিরার মত ওমানের গনমাধ্যমও বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
আওয়ামী লীগের জয়ের খবর প্রকাশ করে ওমানের সংবাদমাধ্যম টাইমস অফ ওমান তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে এ নিয়ে পাঁচবারের মতো নির্বাচিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার দল টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে। এছাড়া তার ক্ষমতাগ্রহণের সময়কালকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী বলে উল্লেখ করা হয়।
রোববার সকাল ৮টায় শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। বেসরকারিভাবে পাওয়া ২৯৮ আসনের ফলাফলে দেখা গেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২৪ আসন। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। প্রতিবেশী মিয়ানমারে নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকারপ্রধান হিসেবে নিজের খেতাব বজায় রেখেছেন শেখ হাসিনা।
মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।’ একইভাবে এ খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে রুশ সংবাদমাধ্যম আরটি, এনডিটিভি, হিন্দুস্তান টাইমসসহ বিশ্বের অন্যান্য গণমাধ্যম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post