মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর আগামী পহেলা অক্টোবর থেকে শিথিল করা হচ্ছে ওমানের সাথে বিমান চলাচল। খুলে দেওয়া হচ্ছে দেশটির সকল এয়ারপোর্ট। তবে আপাতত প্রতিটি এয়ারলাইন্স স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ।
করোনা পরিস্থিতি বিস্তার রোধে বিশ্বের সকল বিমানবন্দর সবচেয়ে বেশি নজর দিচ্ছে স্বাস্থ্য সুরক্ষার ওপর। সেই হিসেবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকল এয়ারলাইন্স কোম্পানিকে ফ্লাইট পরিচালনা করতে হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোটা অংকের জরিমানা সহ বেশকিছু নতুন নিয়ম আসবে চলতি মাসে এমন খবর পাওয়া গেছে বিশ্বস্ত সূত্রে। আগামী মাস থেকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ওমান থেকে সালাম এয়ার এবং ওমান এয়ারের ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
বিমানবন্দরে যাত্রীদের সংখ্যা প্রাথমিকভাবে সীমাবদ্ধ করা ও সংক্রমণের বিস্তার রোধ করার লক্ষে আগামী পহেলা অক্টোবর থেকে সপ্তাহে মাত্র ২ টা ফ্লাইটের অনুমোদন দেওয়া হলেও পরবর্তীতে কয়েক ধাপে এয়ারপোর্ট পুরোপুরি চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান সালাম এয়ারের প্রধান নির্বাহী ক্যাপ্টেন মোহাম্মদ আহমেদ। তিনি বলেন, আমি মনে করি দুই সপ্তাহ ধরে এভাবেই থাকবে এর পরে তিনটি বিমান পরিচালনার অনুমতি দিবে এবং নভেম্বরের প্রথম থেকে পুরোপুরি পুনরায় খোলার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুনঃ যেসব শর্তে ওমান ফিরতে পারবেন আটকেপড়া প্রবাসীরা
ওমানের বিমানবন্দরগুলি পুনরায় খোলার ব্যাপারে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে, সার্বক্ষণিক তারা বিমানবন্দরগুলি তদারকি করছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ওমানের বিমানবন্দরে করোনা রোধে স্বাস্থ্য, সুরক্ষা এবং বিমান চলাচল প্রোটোকলগুলির প্রয়োগে আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী পহেলা অক্টোবর থেকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর আংশিক খুলে দেওয়ায় ওমান সুপ্রিম কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন সালাম এয়ারের প্রধান নির্বাহী।
প্রবাস টাইমের সব সংবাদ ইউটিউবে দেখতে এখানে ক্লিক করুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post