২০২৪ সালের প্রথম চার দিনে সৌদি আরবের শ্রম আদালতে দুই হাজার ৩০২টি মামলা দায়ের করা হয়েছে। সৌদি নিউজ পোর্টাল আখবার-২৪-এর বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের শুরুতে রিয়াদে ৭৪১টি, মক্কায় ৫৫৯টি, পূর্ব প্রদেশে ১৬৪টি, মদিনায় ৩০৭টি, উত্তর সীমান্তে ১৬টি এবং আল বাহায় ৮টি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলার বিস্তারিত না জানালেও প্রবাসীদের বিরুদ্ধে দেশটিতে শ্রম আইন লঙ্ঘনের প্রবণতা বহু পুরনো, আকামা নবায়ন না করা, এক কাজের ভিসায় এসে অন্য কাজ করা বা কর্মস্থল থেকে পালিয়ে যাওয়াকে শ্রম আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া আইন মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ২০১৮ সালে দ্রুত মামলা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য নতুন শ্রম আদালত চালু করেছিলো সৌদি। এই আদালত নিয়োগ চুক্তি, মজুরি, শ্রম অধিকার, ক্ষতিপূরণ এবং সামাজিক বীমা দাবি সম্পর্কিত রায় দিতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post